সিসিনিউজ: সৈয়দপুরে শনিবার বিকালে বেসরকারী উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের সেতু প্রকল্প পরিদর্শন করেন বৃটিশ রকারের ডিএফআইডি’র বাংলাদেশ প্রতিনিধি সারাহ কুক। তিনি এদিন প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ঘুরে ঘুরে দেখেন।
উপজেলার বোতলাগাড়ী ইুনিয়নের বাস্তবায়নাধীন এসব প্রকল্পের মধ্যে রয়েছে পাপোশ তৈরীর কারখানা, স্যানিটেশন ব্যবস্থা, ব্যাংকে কমিউনিটি ভিত্তিক সঞ্চয়, গ্রাম আদালতের কার্যক্রম, দরিদ্র পরিবারের মতায়ন, বৃরোপণ, মাছ চাষ, রাস্তার পাশে সবজি চাষ। বাস্তবায়নাধীন এসব টেকসই প্রকল্প পরিদর্শন শেষে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে প্রকল্প সম্পর্কিত ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বৃটিশ সরকারের ডিএফআইডি’র বাংলাদেশ প্রতিনিধি সারাহ কুক তার বক্তব্যে জানান, বাংলাদেশের মানুষ অনেক কর্মঠ এবং বুদ্ধিমান। তারা তাদের বাস্তবায়িত কাজে পুরোপুরি সহযোগিতা পেলে এদেশের মানুষ তাদের জীবনমান উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে পারে পারবে। আর এ উন্নয়নের ধারা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ স্থান করে নিতে পারবে বিশ্বের উন্নত দেশের তালিকায়। ওই সভায় উপস্থিত থেকে ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার। এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিদর্শন দলের সদস্য স্টিফেন ডারকান, গ্রাহাম গ্যাস, শাহনিলা আজহার, স্টুয়ার্ট ডেভিস প্রমুখ।