• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:২৩ অপরাহ্ন |

রাজারহাটে চাল সংগ্রহ অভিযান শুরু

Rajarhat Nws Pic-25-05-14রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাট উপজেলা খাদ্য গুদামে রোববার দুপুরে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মওসুমে রাজারহাট উপজেলায় সরকারিভাবে ১ হাজার ৬শ’ ৬৪ মে. টন চাল ক্রয় করার জন্য বরাদ্দ আসে। প্রতি কেজি চালের মূল্য ৩১ টাকা নির্ধারণ করা হয়। ৫৩টি রাইচ মিল ডিলারদের কাছ থেকে সরাসরি আগামী ৩০ আগষ্ট পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে বলে জানিয়েছেন খাদ্য গুদাম কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম। এ উপলক্ষে খাদ্য গুদাম চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নওশাদ আলী, ওসি এলএসডি মো. মনোয়ারুল ইসলাম, ডিলার আলহাজ্ব মো. আব্দুল গফুর, আমজাদ হোসেন, মাজেদুর রহমান বুলন, সেলিম আহমেদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ