মিরপুর : বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল ভারতের বিপক্ষে হোম সিরিজের আগেই বোলিং কোচ নিয়োগ দিবে। কথার সাথে কাজেরও মিল পাওয়া গেল।
জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিককে নিয়োগ দিল বিসিবি। সোমবার বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। আগামী দুই বছরের জন্যে মাশরাফি-রুবেল ও সোহাগ গাজীদের নিয়ে কাজ করবেন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে হিথ স্ট্রিককে নিয়োগ দেয়া হয়েছে। দুই বছরের জন্যে তার সাথে চুক্তি করা হয়েছে। দুই বছরে মোট ৪৫০ দিন ক্রিকেটারদের সাথে কাজ করবেন তিনি।
ভারতের বিপক্ষে হোম সিরিজের আগেই স্ট্রিক দলের দায়িত্ব নিবেন বলে জানান বিসিবির এই কর্তা।
জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক দলটির হয়ে ৬৫টি টেস্ট ও ১৮৯টি একদিনের ম্যাচ খেলেছেন।
বল হাতে টেস্টে উইকেট নিয়েছেন ২১৬টি। আর ওয়ানডেতে ২৩৯টি। পেস বোলার হলেও ব্যাট হাতেও যেকোন সময় বোলারদের উপর চেপে বসেছেন স্ট্রিক।
টেস্টে ১টি শতক ও ১১ টি অর্ধশতকে স্ট্রিকের রান ১৯৯০ এবং ওয়ানডেতে ১৩ টি অর্ধশতক সহ রয়েছে ২৯৪৩ রান।
আগামী মাসের ১৫, ১৭ ও ১৯ তারিখ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডের ম্যাচ খেলবে বাংলাদেশ দল।