• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:২৮ অপরাহ্ন |

গণসঙ্গীত উৎসবে সৈয়দপুর উদীচী শিল্পী গোষ্ঠি

Udichiসিসিনিউজ: নীলফামারীতে ২ দিন ব্যাপী বৃহত্তর রংপুর গণসঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলা শিশু একাডেমীতে অনুষ্ঠিত উৎসবে রংপুর অঞ্চলের ১৬টি সঙ্গীত সংগঠন অংশ গ্রহণ করে। গত মঙ্গলবার সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস। প্রথমদিন গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের কয়েকটি সংগঠন সঙ্গীত পরিবেশন করে। সমাপনী দিনে গত বুধবার সৈয়দপুরের উদীচী শিল্পী গোষ্ঠীসহ নীলফামারীর ডোমার, কিশোরীগঞ্জ ও দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের সংগঠনগুলো দলীয়ভাবে গণসঙ্গীত পরিবেশন করে। সৈয়দপুরের উদীচী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় অংশগ্রহণ নেন ওস্তাদ শেখ রোবায়েতুর রহমান, রাজ্জাক, আপন, জাহিদ, কাদের, মিজান। উপস্থাপনায় ছিলেন শাখার সভাপতি কাজী আবুল হাসনাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ