ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় দুই দিন ব্যাপি ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজেন মেলার উদ্ধোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমান প্রমুখ।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমান জানান, উপজেলার সরকারি,বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫টি স্টল স্থান পায় মেলায়। সোমবার সন্ধ্যায় দুদিন ব্যাপী ডিজিটাল মেলার সমাপ্তি ঘটবে।