নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার হলদিবাড়ি তিস্তার চর থেকে মনিরুজ্জামান মনি (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তিস্তার ওই চরে বালুতে পুতে রাখা অবস্থায় মনির মৃতদেহ উদ্ধার করা হয়।
মনি ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের সোনাখুলি কলোনি পাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।
মনির পরিবারের সদস্যরা জানান, নিহত মনি মোটরসাইকেলে যাত্রী বহন করে জীবিকা নির্বাহ করতো। রোববার কাজে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেনি।
গোলমুন্ডা ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার আব্দুল বাকি জানান, সকালে স্থানীয়রা বালুতে অর্ধেক পুতে রাখা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশের পরিচয় নিশ্চিত করেছেন।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, ওই ইউনিয়নের চেয়ারম্যানের দেয়া সংবাদদের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।