• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:১১ অপরাহ্ন |

ভারতের নতুন রাজ্য হলো তেলেঙ্গানা

Teliganaআন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ ভেঙে এর উত্তরাংশ নিয়ে গঠিত হয়েছে ভারতের নতুন রাজ্য তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশের সাবেক ১০টি জেলা ও হায়দ্রাবাদ শহর নিয়ে নতুন এ রাজ্য গঠিত হয়েছে। এর জনসংখ্যা তিন কোটি ৫০ লাখ। এলাকাটির অধিবাসীরা দীর্ঘদিন ধরে নতুন রাজ্যের দাবি জানিয়ে আসছিল। তেলেঙ্গানা আনুষ্ঠানিকভাবে স্থানীয় সময় মধ্যরাতে ভারতের ২৯তম রাজ্য হিসেবে গঠিত হয়।
আজ সোমবার ভোরে নতুন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নেতা কে চন্দ্রশেখর রাও।
রাজধানী হায়দ্রাবাদের রাজ্য ভবনে নতুন রাজ্যের আনুষ্ঠানিক শুরু ও প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
তার আগে ইএসএল নরসীমান তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের গভর্নর হিসেবে শপথ গ্রহণ করেন। আগামী দশ বছর তেলেঙ্গানা ও অন্ধ্রের একজনই গভর্নর থাকবেন এবং হায়দ্রাবাদ শহরই হবে দুই রাজ্যের রাজধানী। এরপর নতুন রাজধানী হিসেবে কোনো জায়গা বেছে নিতে হবে অন্ধ্রপ্রদেশকে।
মুখ্যমন্ত্রী চন্দ্রশেখরের সঙ্গে রাজ্য সরকারের ১২ জন মন্ত্রীও শপথ নেন। তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার জন্য গত ১৪ বছর ধরে টিআরএস আন্দোলন-সংগ্রাম করে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ