দিনাজপুর প্রতিনিধি: বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল খাইরুম বিরলের বুনিয়াদপুর মাদ্রাসা পরিদর্শন করেছেন। সোমবার বেলা ১২টায় আকষ্মিক সফরে আসেন নির্বাহী কর্মকর্তা। তিনি বুনিয়াদপুর মাদ্রসার বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার খোঁজখবর নেন।
এর আগে নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল খাইরুম মাদ্রাসায় আসলে মাদ্রাসার অধ্যক্ষ ও বিরল উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা আফজালুল আনাম তাকে স্বাগত জানান। পরে তিনি অধ্যক্ষের অফিসে বসে মাদ্রাসার শিক্ষারমান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং অন্যান্য শিক্ষকদের সাথে কথা বলেন। বুনিয়াদপুর মাদ্রাসা পরিদর্শন শেষে তিনি বিরল উপজেলার নাড়াবাড়ীহাটে অন্য একটি কর্মসূচীতে অংশগ্রহনের জন্য মাদ্রাসা ত্যাগ করেন।