মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর জেলার সর্ববৃহৎ ভারী শিল্পপ্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল চরম অর্থ সংকটে পড়েছে। গত ৩ মৌসুমের উৎপাদিত ১০ হাজার ৪৩৫ মেট্রিক টনের বেশী চিনি বিক্রি করতে না পারায় মিল কর্তৃপক্ষ গত ২ মাস ধরে শ্রমিক কর্মচারীর বেতন পরিশোধ না করায় শ্রমিক কর্মচারীরা ক্ষুদ্ধ হয়ে উঠেছে। অপরদিকে আখচাষীদের বকেয়া প্রায় ২২ কোটি টাকাও পরিশোধ করতে পারছে না মিল কর্তৃপক্ষ। ফলে প্রতিনিয়ত আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের তোপের মুখে পড়তে হচ্ছে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালককে।
সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদউল্লাহ জানান, বে-সরকারী চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ কম মূল্যে বাজারে চিনি সরবরাহ করায় এ মিলের উৎপাদিত চিনি বিক্রি হচ্ছে না। তিনি বলেন, বর্তমানে সেতাবগঞ্জ চিনিকলে গত ৩ মৌসুমের ১০ হাজার ৪৩৫.৪০ মেট্রিক টন চিনি অবিক্রিত রয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৪১ কোটি ৭৪ লাখ ১৬ হাজার টাকা। এ বিশাল অংকের চিনি বিক্রি না হওয়ার কারনেই মিলটি অর্থ সংকটে পড়েছে। তিনি আরো বলেন, অর্থ সংকটের বিষয়ে বার বার উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও উর্ধ্বতন কর্তপক্ষের নিকট থেকে কোন সারা পাওয়া যাচ্ছে না।
আখচাষী সমিতির সাধারণ সম্পাদক আলী মর্তুজা জানান, মিল কর্তৃপক্ষ চাষীদের আখের টাকা পরিশোধ না করায় চাষীরা খেয়ে না খেয়ে অতিকষ্টে দিনাতিপাত করছেন। আগামীতে মিলটিকে বাঁচাতে হলে দ্রুত সরকারকে মজুদকৃত চিনি বিক্রির উদ্যোগ নিতে হবে এবং আখচাষীদের বকেয়া টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় আগামী মৌসুমে আখের অভাবে মিলটি বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার চৌহান জানান, মিল কর্তৃপ গত ২ মাস ধরে শ্রমিক-কর্মচারীর বেতন না দেয়ায় তারা মানবেতর জীবন যাপন করছে। যে কারনে শ্রমিকরা মিল কর্তৃপরে উপর ক্ষুদ্ধ হয়ে উঠেছে। স্বল্প সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা না হলে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সম্ভবনা রয়েছে বলে জানান তিনি।