• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

বুকে গুলি খাব তবুও পাকিস্তান যাব!

Campঢাকা: ভাত চাই না, কাপড় চাই না পাকিস্তান যাইতে চাই, বুকে গুলি খাব তবুও পাকিস্তান যাব- এমন বক্তব্য লেখা নানা ব্যানার হাতে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে মিরপুর ১২ নম্বর কুর্মীটোলা ক্যাম্পের বাসিন্দারা।
মানববন্ধন শেষে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রাণালয়ে উদ্দেশে স্মারকলিপি দিতে যাওয়ার ঘোষণাও দিয়েছিলেন আটকে পড়া পাকিস্তানিরা। তবে পুলিশি বাধায় যেতে পারেননি।
মনববন্ধনে আলহাজ মো. নাসিম খান বলেন, ‘৪২ বৎসর যাবৎ আমরা বাংলাদেশে আটকে আছি। আমাদের ছেলে-মেয়েরা বিদ্যালয়ে যেতে পারছে না। অন্ধাকার হয়ে যাচ্ছে তাদের ভবিষ্যৎ।’
তিনি আরো বলেন, ‘আটকে পরা পাকিস্তানিদের ওপর জুলুম বন্ধ করুন। যারা থাকতে চায় তাদের থাকার ব্যবস্থা করুন। আর যারা যেতে চায়, তাদের যাওয়ার ব্যবস্থা করুন।’
এসময় উর্দুভাষীদের পক্ষ থেকে বেশ কিছু দাবি উত্থাপন করেন জব্বার খান। দাবিগুলোর মধ্যে বলা হয়েছে- আটকে পড়া পাকিস্তানিদের ওপর অত্যাচার বন্ধ করা, ক্যাম্প এরিয়া উচ্ছেদ বন্ধ করা, জুলুম বন্ধ করা এবং টকে পড়া পাকিস্তানিদের সংগঠন জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটির (এসপিজিআরসি) কর্মীদের নামে মিথ্যা মামলা প্রতাহারেরও দাবি জানানো হয়।
উল্লেখ্য, ‘বিহারি’ নামে পরিচিত উর্দুভাষীরা বর্তমানে ১৩টি জেলাজুড়ে ১১৬টি ক্যাম্পে বসবাস করছে। ১৯৭২ সালে বাংলাদেশের বিভিন্ন স্থানে বাঙালিদের আক্রমণ থেকে নিরাপদে রাখতে আন্তর্জাতিক রেডক্রস সংস্থার তত্ত্বাবধানে তাদের জন্য ক্যাম্প নির্মাণ করা হয়। দীর্ঘদিন এদের নাগরিক অধিকার উপেক্ষিত হলেও ২০০৮ সালের ১৬ মে উচ্চ আদালতের নির্দেশনায় তাদের ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে অভিহিত করা, জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ভোটাধিকার পরিচয়পত্র ইত্যাদি দেয়ার নির্দেশ দেয়া হয়।
১৯৭২ এর পর থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার আটকেপড়া উর্দুভাষী ভারত-বাংলাদেশ-পাকিস্তান ত্রিপক্ষীয় চুক্তির আওতায় স্বদেশে ফিরে গেছে। কিন্তু ১৯৭৪ সাল থেকে পাকিস্তান সরকারের নিষ্ক্রিয়তায় আনুষ্ঠানিকভাবে এই পুনর্বাসন প্রক্রিয়া স্থগিত হয়ে আছে। যদিও বিভিন্ন মাধ্যমে অনেক উর্দুভাষী বাংলাদেশ থেকে চলে যাচ্ছে।
সর্বশেষ ১৯৯৩ সালের ১০ জানুয়ারি তৎকালীন নওয়াজ শরীফ সরকারের মাধ্যমে ৩২৫ জন উর্দুভাষীর একটি দল পাঞ্জাবের বিভিন্ন এলাকায় গিয়ে পুনর্বাসিত হয়েছে।
তবে আদালতের ওই নির্দেশনার পর ক্যাম্পগুলোতে পাকিস্তানে প্রত্যাবর্তনের দাবি ক্রমে দুর্বল হয়ে যায়।
এদিকে ১৯৭২ থেকে ক্যাম্পবাসীরা রেডক্রসের পক্ষ থেকে নির্দিষ্ট হারে রেশন পেলেও বর্তমানে তা বন্ধ। তারা মানবেতর জীবনযাপন করে। ছোট ছোট ঘরে প্রচুর মানুষ গাদাগাদি করে থাকে। শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকেও তারা বঞ্চিত। বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ