সিসিনিউজ ডেস্ক: ভারতের ভুপালের ইন্দিরা গান্ধী উইম্যান এ্যান্ড চাইল্ড হাসপাতালে তিনটি পা নিয়ে জন্মাল এক শিশু। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
শিশুটির কাঁধে রয়েছে তৃতীয় পা টি। তার মা প্রীতি জমজ সন্তান প্রসব করেন। কিন্তু অন্য শিশুটি স্বাভাবিক ও সুস্থ্ রয়েছে।
গান্ধী মেডিক্যাল কলেজের ডাক্তার সাংবাদিকদের জানান, শিশুটির অবস্থা আশাঙ্কাজনক থাকায় তাকে পাঠানো হয় হামিদিয়া হাসপাতালে।
তিনি আরো জানান, মায়ের গর্ভাশয়ে তৃতীয় সন্তান ছিল, সেটা ঠিকমতো বেড়ে উঠতে পারেনি। আর তার কারণেই দ্বিতীয় শিশুটির শরীরের সাথে জড়িয়ে রয়েছে তার অঙ্গ প্রত্যঙ্গ।