কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে জেলে নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান বিষয়ক উপজেলা পর্যায়ে আজ বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে এক অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে অবহতিকরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল গনি, মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ জুলেখা বেগম, ৬নং ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু ছাঈদ, মৎস্য খামার ব্যবস্থাপক মোঃ রেজাউল ইসলাম, আ’লীগ নেতা মোঃ মনসুর রহমান প্রমুখ। উক্ত সভায় উপজেলার সকল মৎস্যজীবি ও মৎস্যজীবি সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।