সিসিনিউজ: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল-২০১৪ নির্বাচনে জালভোট প্রদান ও মেকানিজমের অভিযোগ করেছেন অধ্যক্ষ আহাদ চৌধুরী। তিনি বলেন, এ নির্বাচনে ফলাফল জালিয়াতি করতে সাংবাদিকদের নির্বাচনী এলাকায় অলিখিত নিষেধাজ্ঞার মধ্যে রাখা হয়েছিল। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে মিডিয়া ক্যু করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের জালিয়াতির নির্বাচনে মুক্তিযোদ্ধাদের প্রকৃত মতামত প্রতিফলিত হয়নি বলেও দাবি করেন অধ্যক্ষ আহাদ চৌধুরী। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, বিতর্কিত নির্বাচনে যাকে বিজয়ী দেখানো হয়েছে তিনি কখনোই ৪০ হাজার মুক্তিযোদ্ধাকে একত্রিত করতে পারবেন না। এ নির্বাচনে কমিশন আইন লঙ্ঘন করেছেন বলে দাবি করা হয়। নির্বাচনী ফলাফল পাল্টাতে প্রতিদ্বন্দ্বী প্যানেলের বাইরে বিশেষ কোনো শক্তির হাত থাকতে পারে বলেও ধারণা করছেন তিনি।
অধ্যক্ষ আহাদ চৌধুরী বলেন, নির্বাচন কমিশন একটি পক্ষকে বিজয়ী করতে নিজেরাই আইন লঙ্ঘন করেছেন। নির্বাচনী বিধির ৪ এর ১, ৮ এর ১ ও ৩ ধারা তারা নিজেরাই লঙ্ঘন করেছেন। তিনি বলেন, আইনের ধারায় উল্লেখ রয়েছে, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী নির্বাচনী এলাকায় ও কেন্দ্রে প্রভাব বিস্তার করতে পারবেন না। কিন্তু গতকাল বিভিন্ন ভোট কেন্দ্রে সরকারি কর্মকর্তারা একটি পক্ষের হয়ে প্রভাব বিস্তার করে। নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভোট অন্যসব কেন্দ্রের পূর্বে গণনা করতে হবে। এরপর অন্যান্য কেন্দ্রের ভোট গণনা ও প্রকাশ করা হবে। কিন্তু এসব কোনো নিয়ম না মেনে কমিশন গতকাল বিভিন্ন জেলার ভোটের ফলাফল ঘোষণা করেছেন।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা গরিব। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গরিবদের সংগঠন। কিন্তু এ নির্বাচনে লাখ লাখ টাকা খরচ করা হয়েছে। কোনো কোনো জেলা কমান্ডারকে পাঁচ থেকে দশ লাখ টাকায় কেনা হয়েছে। এতো টাকা তারা কোথায় পেল তাও খতিয়ে দেখা দরকার।
অধ্যক্ষ আহাদ চৌধুরী অভিযোগ করে বলেন, ব্যবসায়ী ও সাধারণ দোকানদারদের নির্বাচনেও সাংবাদিকদের দাওয়াত করা হয়। কিন্তু এ নির্বাচনে সাংবাদিকদের এড়িয়ে চলা হয়েছে। তিনি নির্বাচনী সংবাদ কভার করার জন্য সাংবাদিকদের আমন্ত্রণপত্র পাঠানোর দাবি করলেও কমিশন তাতে কোনো পাত্তাই দেয়নি। ভোট কেন্দ্রে অনিয়ম ও জালিয়াতি করার জন্যই গণমাধ্যমকে এড়িয়ে চলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের প্রায় সব মুক্তিযোদ্ধারা এ সংগঠনের অধীন রয়েছে। এতো গুরুত্বপূর্ণ একটি সংগঠনের নির্বাচনে অনিয়ম হলে দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে?
বিভিন্ন জেলায় ভোট কেন্দ্রে জোর করে প্রতিদ্বন্দ্বী প্যানেলের পক্ষ থেকে ভোট নেওয়ার অভিযোগ করে তিনি বলেন, অনেক ভোটারকেই তাদের ভোট প্রয়োগ করতে দেওয়া হয়নি। বিতর্কিত এ নির্বাচনের ফলাফল মুক্তিযোদ্ধারা গ্রহণ করবেন না বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল-২০১৪ নির্বাচনে হেলাল-মতিন পরিষদ মোট ৪১টি পদের মধ্যে সবগুলো পদে জয়লাভ করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রিটার্নিং অফিসার আকরাম হোসেন স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
প্যানেলের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মেজর জেনারেল (অব:) হেলাল মোর্শেদ খান (বীর বিক্রম) এবং মহাসচিব (প্রশাসন) পদে এমদাদ হোসেন মতিন জয়লাভ করেন।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন- ওয়াহিদুর রহমান, ইসমত কাদির গামা, কর্ণেল (অব.) মাহমুদুল হক, মো: সালাউদ্দিন, আবদুস সালাম খান ও এস এম মর্তুজা হোসাইন।
মহাসচিব (অর্থ) শাহ আলম খান, মহাসচিব (কল্যাণ) সালাউদ্দিন মোল্লা, যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান খান আরজু, সৈয়দ আহমেদ মজুমদার ও দেলোয়ার হোসেন খান রাজিব নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে এ টি এম সুলতান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল হক রফিক, ওসমান গণি, এস এম মজিবুব রহমান ও নূরুল ইসলাম জয়লাভ করেছেন।
এছাড়া সম্পাদকমণ্ডলীর ১৫ জন সদস্য ও সাতজন কার্যকারী সদস্য একই প্যানেলে জয়লাভ করে।
অধ্যক্ষ আহাদ চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেলের কোনো প্রার্থী জয়লাভ করতে পারেননি। গতকাল বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫২ হাজার। নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান সকলকে ধন্যবাদ জানান।