• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৪১ পূর্বাহ্ন |

ওসমানী মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

11111সিলেট: সিলেট ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাওহীদুল ইসলামকে (২৬) হত্যার প্রতিবাদে ছাত্রদল অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করেছে। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিল জরুরি বৈঠক করে ছয় দিনের জন্য কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
যোগাযোগ করলে কলেজ অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী জানান, আগামী শনিবার থেকে বৃহস্পতিবার কলেজ বন্ধ থাকবে। বুধবার রাতে কলেজ ছাত্রদলের আপ্যায়ন-বিষয়ক সম্পাদক তাওহীদুল নিহত হন। ছাত্রলীগের সন্ত্রাসীরা পিটিয়ে ও কুপিয়ে তাঁকে হত্যা করেছে অভিযোগ তুলে ছাত্রদল ওই রাতেই কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেন। আজ সকাল থেকে কলেজে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এর মধ্যে তাওহীদুলের জানাজা সম্পন্ন হয়। পরে ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
জানাজায় অংশ নিয়ে কলেজের অধ্যক্ষ বলেন, অপরাধী যেই হোক তার শাস্তি নিশ্চিত করা হবে। এ ব্যাপারে তাওহীদুলের পরিবারকে সাহায্য করা হবে। এদিকে অভিযোগের বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি সৌমেন দে’র সঙ্গে আজ যোগাযোগ করা হলে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। ওই রাতেও তাঁকে ফোন করা হয়েছিল। তিনি তা রিসিভ করেননি।
ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আসলামুল ইসলাম জানান, হত্যাকারী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখা হবে। পাশাপাশি তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে কাল শুক্রবার দোয়া মাহফিল, শনিবার ক্যাম্পাসে শোক র্যালি ও পরদিন রোববার সিলেট নগরের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে একদিনের ধর্মঘট পালন করা হবে।
এদিকে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ জানান, নিহত তাওহীদুলের চাচা আনোয়ার হোসেন মাতব্বর বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় সকালে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০জনকে আসামি করা হয়েছে।
আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘সব আসামিই মেডিকেল স্টুডেন্ট হওয়ায় পুলিশ তদন্ত করে প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে গ্রেপ্তার করবে।
উৎসঃ   প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ