• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৬:০৯ পূর্বাহ্ন |

সাইপ্রাসের একটি মসজিদ খুলে দেয়া হলো অর্ধ শতাব্দী পর

80072_1আন্তর্জাতিক ডেস্ক: সাইপ্রাসের গ্রীক সাইপ্রিয়ট নিয়ন্ত্রিত অংশে একটি মসজিদ ৫১ বছর ধরে বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার মুসলমানদের নামাজের জন্য খুলে দেয়া হয়েছে।
তাহতাকাল নামের মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর সাইপ্রাস তুর্কি প্রজাতন্ত্রের ধর্ম বিষয়ক প্রধান তালিপ আতালাই। ১৯৬৩ সালের পর প্রথমবারের মত তিনি এখানে মুসল্লিদের নিয়ে নামাজ আদায় করেন।
মসজিদটি লেফকোসার (কিনোশিয়া) দক্ষিণে অবস্থিত।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রীক অর্থডক্স চার্চের আর্চবিশপ ফাদার সাব্বাস ও গ্রীক সাইপ্রিয়ট অংশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত ক্লাস গিয়ারো।
১৯৭৪ সালে গ্রীক ও তুরস্কের মধ্যে সৃষ্ট সংকটের পর সাইপ্রাস দ্বীপটি গ্রীক ও তুর্কি অংশ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। উভয় অংশের নেতারা দ্বীপটিকে একীভূত করার জন্য গত ফেব্রুয়ারি থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ