দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথগ্রহন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পুলহাট বড়পুর মোড়ে শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি খন্দকার হবিবর রহমান বাদশা। এ সময় শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এ্যাডভোকেট মাইনুল আলমসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
শপথগ্রহন শেষে বক্তব্য রাখেন প্রধান অতিথি সংগঠনের উপদেষ্টা খন্দকার হবিবর রহমান বাদশা, উপদেষ্টা এ্যাভোকেট মাইনুল আলম, সংগঠনের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন ঝরু, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আলম প্রমূখ। প্রধান অতিথি নবনির্বাচিত সদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। তিনি বলেন, যাতে অবহেলিত ট্রাক্টর শ্রমিকদের স্বার্থ ও অধিকার আদায় করা যায় সেদিকে লক্ষ্য রেখে নবনির্বাচিত সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।
উল্লেখ্য, গত ১৬ মে দিনাজপুর জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-রাজঃ ২৬৬৮) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৬ সদস্য বিশিষ্ট শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যরা হলেন-সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন ঝরু, সহ-সভাপতি মোঃ মজিবুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আলম, সহ-সাধারণ সম্পাদক সেলিম ফেলো, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, সড়ক সম্পাদক মোঃ এনামুল হক, সহ-সড়ক সম্পাদক রশিদুল ইসলাম, অর্থ সম্পাদক মতিয়ার রহমান মতি, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ লালু, দপ্তর সম্পাদক আফজাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুল কাদের এবং কার্য-নির্বাহী সদস্য আশরাফুল আলম রমজান, মোস্তাফিজুর রহমান, আমিনুর ইসলাম ও রাহানুর রহমান।