রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ নাজিমখান ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার সন্ধ্যায় ইউপি পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সা. সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আমান উদ্দিন আহমেদ মঞ্জু। ইউপি যুবলীগের আহ্বায়ক মো. আব্দুল মালেক মানিকের সভাপতিত্বে ও আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম মাষ্টার, সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, রংপুর মহানগর আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, জেলা যুবলীগের সা. সম্পাদক আলহাজ্ব রুহুল আমিন দুলাল, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমিনুল ইসলাম আমিন, সা. সম্পাদক মো. ইমাম আলম হিরু, উপজেলা যুবলীগের আহ্বায়ক কুমোদ রঞ্জন সরকার, যুগ্ম আহ্বায়ক আশিকুল ইসলাম মন্ডল সাবু, সামিউল ইসলাম প্রমূখ। পরে সর্বসম্মতিক্রমে মো. আব্দুল মালেক মানিককে সভাপতি ও ডা. আবেদুর রহমান রানাকে সা. সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।