সিসিনিউজ: আর মাত্র কয়েকঘণ্টা পর নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে ভোট নেওয়া হবে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেলে ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। রোববার দুপুর থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রে কেন্দ্রে স্বচ্ছ ব্যালেট বাক্স, ব্যালেট পেপার, অ-মোচনীয় কালি, সিলসহ নানা নির্বাচন সামগ্রী পাঠানো হয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মিনারা নাজমীন জানান, নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনের যে কোনো ধরনের গোলযোগ এড়াতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্র থাকবে ১২ জন করে আনসার, একজন এসআইয়ের নেতৃত্বে পুলিশের ছয়জন করে অস্ত্রধারী সদস্য।
এ ছাড়া, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও বিজিবির দেড়শ’ সদস্য ও র্যাবের সদস্যরা টহল দেবে। থাকবে চারজন ম্যাজিস্ট্রেট, স্পেশাল মনিটরিং সেল ও ভ্রাম্যমাণ আদালত।