• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:১০ পূর্বাহ্ন |

গাজা খেলে পুরুষের প্রজনন ক্ষমতা হ্রাস পায়

000লাইফস্টাইল ডেস্ক : গাজা খেলে পুরুষের প্রজনন ক্ষমতা হ্রাস পায়,কিন্তু ধূমপান,মদ্যপানএবং আঁটসাঁটো আন্ডারওয়্যার পরিধানে প্রজনন ক্ষমতা  হ্রাস পায় না।বিজ্ঞানীরা এ কথা জানিয়েছেন।
শুক্রাণুর ওপর জীবনযাপন পদ্ধতির প্রভাব সম্পর্কে  পরিচালিত বিশ্বের বৃহত্তম  সমীক্ষা থেকে এ তথ্য  জানা গেছে।গবেষকরা শুক্রাণুর গুণগত মান এবং গাজা সেবনের বছরের মধ্যে যোগসূত্র খুঁজে পেয়ে ছেন।তবে শেফিল্ড ও ম্যানচেস্টারের বিজ্ঞানীরা  কিছু তত্ত্বকে ভুল বলে প্রতিপ ন্ন করেছেন।তারা দেখতে পান এ্যালকোহল ও ধূমপানএবং স্থূলতা প্রজনন ক্ষমতার  ওপর  কোন প্রভাব ফেলে না।
এ অবস্থায় যে  সব পুরুষ সন্তান নিতে চান  তাদেরগাজা সেবন বন্ধ করা উচিত। কেননা এতে প্রজনন ক্ষমতার ওপর বিরূপ প্রভাব ফেলে।গাজা সেবনের কারণে ৩০ বছরের কম বয়সী পুরুষদের শুক্রাণুতে বিকৃতির আশঙ্কা দ্বিগুণ হয়ে যায়। এর ফলে তাদের সন্তান লাভের ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলে।
শেফিল্ড ও ম্যানচেস্টার ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা দেখতে পেয়েছেন যে ,একমাত্র  গাজা সেবনের কারণেই শুক্রাণু উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে।এই গবেষণার ফলে  দীর্ঘ দিন ধরে চলা  ভুল ধারনার অপনোদন হয়।আগে বলা হতো স্থূলতা,মদ ও ধূমপান এবং  আটঁ সাঁট আন্ডারওয়ার পরিধানে প্রজনন ক্ষমতা হ্রাস পায়।
এতদিন পর ব্যাপকভিত্তিক সমীক্ষার মাধ্যমে  তা ভুল প্রমাণিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ