• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৪ অপরাহ্ন |

তিউনিশিয়ার সমুদ্রসীমায় কমপক্ষে ৫০ জন বাংলাদেশি আটক

tunisia__464612214_40446আন্তর্জাতিক ডেস্ক: অবৈধভাবে জাহাজে করে ইতালি যাওয়ার পথে অন্তত ৫০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে তিউনিশিয়ার কোস্ট গার্ড।

তারা সবাই লিবিয়াতে বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন। লিবিয়া থেকে জাহাজে করে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগর পার হওয়ার সময় গত ৪ জুন তিউনিশিয়া সমুদ্রসীমা থেকে তাদের আটক করে সে দেশের কোস্ট গার্ড।

এ বিষয়ে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকী সোমবার রাতে মোবাইল ফোনে বলেন, তিউনিশিয়ার কোস্ট গার্ড মোট ২৬৯ জন বিভিন্ন দেশের নাগরিককে আটক করে। এর মধ্যে অন্তত ৫০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এদের সংখ্যা ৬০ জনও হতে পারে। তিনি জানান, সবাইকে তিউনিশিয়ার একটি ক্যাম্পে আটকে রাখা হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ভালো কাজের আশায় দালালদের প্ররোচনায় তারা অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে সমুদ্রপথে ইতালি যাচ্ছিলেন তারা।

আহসান কিবরিয়া জানান, তিউনিশিয়ায় বাংলাদেশের কোনো দূতাবাস না থাকলেও লিবিয়ার দূতাবাসের মাধ্যমে খোঁজ নেয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০১১ সালে লিবিয়ায় যুদ্ধ চলাকালে সে দেশে অনেক শ্রমিক আটকা পড়েন। তারপর থেকে তারা বিভিন্নভাবে সে দেশ ত্যাগের চেষ্টা করতে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ