নীলফামারী প্রতিনিধি: নীলফামারী পৌরসভাস্থ নিউবাবু পাড়ায় এক অগ্নিকান্ডে একটি পরিবারের প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
সোমবার রাতে ওই পাড়ার ব্যবসায়ী গোলাম কিবরিয়ার বাড়ীতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুতের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে তার একটি ঘর, নগদ অর্থসহ ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে প্রায় চার লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।