পাবনা: পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানোর সময় ট্রেনযাত্রীদের সঙ্গে বিজিবি সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একজন বিজিবি সদস্যসহ চারজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিজিবি সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিজিবি সূত্র জানায়, ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি এসে থামার পর বিজিবি কুষ্টিয়ার ৩২ ব্যাটালিয়নের একটি দল ওই ট্রেনে ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করতে ব্যাপক তল্লাশি চালায়। মেজর মেহেদী হাসানের নেতৃত্বে বিজিবি সদস্যরা যাত্রীদের ব্যাগসহ অন্যান্য মালামাল সামগ্রী টেনে হিঁচড়ে নামাতে থাকে। এ সময় সাধারণ ট্রেন যাত্রীরা বিজিবি সদস্যদের প্রতি চালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘আমাদের বৈধ মাল নামাচ্ছেন কেন।’ এ নিয়ে ট্রেনযাত্রীদের সঙ্গে বিজিবি সদস্যদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি থেকে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে স্থানীয় জনতার ছোঁড়া পাথরের আঘাতে বিজিবি সদস্য বিজয় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। বিজিবির সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় হাসিনা (৩২), শামসুল (৪৫) আসমা (৩০) নামের অপর তিনজন আহত হন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে দ্রুত স্টেশন এলাকা ত্যাগ করেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বিজিবি সদস্যদের গুলিবর্ষণ ও আহত হওয়ার সত্যতা স্বীকার করে জানান, ট্রেন যাত্রী ও এলাকার সাধারণ মানুষের বাধার মুখে বিজিবি সদস্যরা তল্লাশি চালানোর পর কোনো মালামাল উদ্ধার না করেই ফিরে যেতে বাধ্য হয়েছেন।
৩২ ব্যাটালিয়ন বিজিবির কমান্ডার খন্দকার মাহমুদ হোসেন ফাঁকা গুলিবর্ষণের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপান সূত্রে বিজিবি জানতে পারে যে, কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ভারতীয় অবৈধ মালামাল আনা হচ্ছে। সে অনুযায়ী ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে থামার পর তারা ট্রেনের ভেতরে তল্ল¬াশি চালায়। তবে স্থানীয় এলাকাবাসী ও ট্রেন যাত্রীদের অসহযোগিতার কারণে কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন এক পর্যায়ে একজন বিজিবি সদস্যর মাথায় স্থানীয়রা পাথর ছুঁড়ে মারলে বিজিবি ফাঁকা গুলি করতে বাধ্য হয়। যশোর রিজিওন ও কুষ্টিয়া সেক্টর বিজিবি ৩২ ব্যাটালিয়ন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে বলে জানান তিনি।