• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪১ অপরাহ্ন |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বাতিল

index_40549সিসিনিউজ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বাতিল করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। পাশাপাশি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ছাত্রলীগের ২৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক শেখ রাসেল মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

চবি ছাত্রলীগের বর্তমান কমিটির বিভিন্ন অপকর্মের ও সাংগঠনিক ব্যর্থতা ও গ্রুপিং দ্বন্দ্বের কারণে কমিটি বিলুপ্তি করা হয়েছে বলে ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক শেখ রাসেল মুঠোফোনে বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজকে থেকে কেউ ছাত্রলীগের পদবী ব্যবহার করতে পারবে না। তাছাড়া ২৫ সদস্য বিশিষ্ট চুয়েট ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

চুয়েট ছাত্রলীগের কমিটি হল আহ্বায়ক মেহেদী হাসান পাভেল, যুগ্ন আহ্বায়ক মোসলে উদ্দিন, আবদুল আওয়াল, আবদুল্লাহ আল মামুন, শামসুর রহমান সবুজ, সৈয়দ তানভীর শুভ, আশরাফুল নাঈম, শামীম তালহা জীমসহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি।

প্রসঙ্গত, ২০১১ সালে মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী পক্ষের মামুনুল হককে সভাপতি ও সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন অনুসারী পক্ষের এম. এ. খালেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কমিটি গঠিত হয়।

উল্লেখ্য, চবি ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে আজ মঙ্গলবার সংঘর্ষ বাধে এতে ছাত্রলীগের তিন নেতা আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ