• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে পতাকা উন্মাদনা

banglaসিসিনিউজ: ফুটবল বিশ্বকাপ যতই এগিয়ে আসছে বাংলাদেশের বিভিন্ন ভবন, বাড়ির ছাদ কিংবা দোকানঘরে উড়তে দেখা যাচ্ছে নানান দেশের নানান রঙ এর পতাকা।

সেখানে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা বেশি নজরে এলেও অন্যান্য দেশের পতাকাও রয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এখন পতাকা সেলাইয়ের কাজে ব্যস্ত অনেক কারখানা।

ঢাকার গুলিস্তান এলাকার একটি স্পোর্টস সামগ্রীর দোকানে গিয়ে দেখা গেল ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া একটি ছেলে পতাকা কিনতে এসেছে। আমি খুঁজছি আমার প্রিয় দল আর্জেন্টিনার পতাকাসে জানায় ”আমি খুঁজছি আমার প্রিয় দল আর্জেন্টিনার পতাকা।”

বিশ্বকাপ ফুটবল যতই এগিয়ে আসছে ততই বাড়ছে বিভিন্ন দলের পতাকা কেনার হিড়িক। অন্যান্য দলের প্রতি সমর্থন থাকলেও প্রতি বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকরা মূলত দুইভাগে ভাগ হয়ে যায়।

একদিকে ব্রাজিল অন্যদিকে আর্জেন্টিনা। এমনই দুই সমর্থকের সাথে কথা হয় ঢাকার মিরপুর এলাকায় যারা পাশাপাশি দুটো ভবনে এই দুটো দেশের পতাকা টাঙিয়েছেন।

একজন জানালেন, ”আমি বিশেষ করে মেসিকে খুব পছন্দ করি। সেজন্য আমি আর্জেন্টিনার পতাকা টাঙিয়েছি। আমি রাস্তায় ফেরিওয়ালার কাছ থেকে কিনেছি।”

তবে এই সমর্থক জানান তার ইচ্ছা আছে আমি পাঁচশো টাকা খরচ করে আর্জেন্টিনার বড় একটি পতাকা তৈরি করে নেবেন তিনি।

অন্যদিকে ব্রাজিলের সমর্থক যিনি তিনি জানালেন, উত্তরা থেকে অর্ডার দিয়ে পতাকা বানিয়ে এনেছেন তিনি।

দোকান থেকে কেনা ছাড়াও এরকম অর্ডার দিয়ে পছন্দসই পতাকা তৈরি করে নিচ্ছেন অনেকেই।

এরকমই দুয়েকজনকে দেখা গেল গুলিস্তান এলাকার একটি কারখানায় যারা এসেছেন তাদের নির্দেশিত মাপের পতাকাটি বুঝে নিতে।

এসব কারখানায় অন্যান্য সময় ট্রাউজার টি-শার্টসহ অন্যান্য পোশাক তৈরি চললেও এখন সেখানে ১৫ থেকে ২০ জন দিনরাত ব্যস্ত আছেন পতাকা তৈরির কাজে।

কোনও কোনও দর্জি প্রতিদিন গড়ে ৪০/৫০টি পতাকা তৈরি করেন । আবার কেউ কেউ একশোটিও বানান একদিনে।

মেশিনে জার্মানির পতাকা সেলাই করছিলেন এমন একজন জানান, এক-একটি পতাকা তৈরিতে এক থেকে দুই ঘন্টা সময় লাগে।

কোথাও কোথাও রাস্তার পাশে দোকানের সামনে বসেও সেলাই করতে দেখা গেল অনেককেই। অন্য সময় তারা হয়তো মশারি, কিংবা লুঙ্গি ইত্যাদি সেলাই করে থাকেন।

মৌসুমি এই ব্যবসায় লাভ কেমন জানতে চাইলে ব্যবসায়িরা জানান, বিভিন্ন দামের পতাকা রয়েছে। ৫০/৬০ টাকা থেকে শুরু করে ৪শ ৫শ কিংবা হাজারের ওপরেও পতাকাও বিক্রী হয়।

দাম নির্ধারিত হয় আকার অনুসারে। প্রতি বিশ্বকাপের মৌসুমে কমপক্ষে ৫০ লাখ পতাকা বিক্রী হয় বলে ধারণা করেন ব্যবসায়ীরা।

চার-পাঁচটি বিশ্বকাপে পতাকা বিক্রীর অভিজ্ঞতায় বলছেন স্পোর্টস সামগ্রীর ব্যবসায়ী আব্দুল মতিন।

“কমপক্ষে চল্লিশ-পঞ্চাশ হাজার পতাকা তো আমি নিজেই বিক্রী করি”। সে হিসেবে সামগ্রিকভাবে পঞ্চাশ লাখ তো হবেই।

সারাবছর রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন দিবসে জাতীয় পতাকা বিক্রী করেন যারা তারাও এইসময় ফুটবল দলগুলোর পতকা বিক্রীতে নেমে যান। কথা হয় এমনই একজন ফেরিওয়ালার সাথে।

এই বিক্রী চলবে বিশ্বকাপের ফাইনাল খেলা পর্যন্ত। একটি একটি করে দল বিদায় নেবে আর সেই দেশের পতাকা বিক্রীও বন্ধ হয়ে যাবে।

তবে এবার ক্রেতারা প্রতিটি বিদেশী পতাকা কেনার সাথে সাথে একটি করে দেশের পতাকাও কিনছেন এবং বিদেশী দলের পতাকার সাথে সাথে সেটিও ওড়াচ্ছেন বলে জানাচ্ছেন বিক্রেতা এবং ক্রেতারা। বিবিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ