প্রযুক্তি ডেস্ক : আধুনিক যুগে তথ্যপ্রযুক্তির ব্যবহার সর্বক্ষেত্রে এগিয়েছে। বাংলাদেশ পুলিশও মানুষের সেবা প্রাপ্তিকে সহজ করার জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহার করছে। যে কেউ পুলিশের এই তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা নিতে পারে। বাংলাদেশে অবস্থানরত বিদেশী নাগরিক এবং প্রবাসী বাংলাদেশীরাও অনলাইনে পুলিশের সাহায্য চাইতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বেনজীর আহমেদ বিপিএম (বার), পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর বলিষ্ঠ নেতৃত্বে শান্তি শপথে বলীয়ান ডিএমপি’র সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে নতুন নতুন আধুনিক প্রযুক্তি ও ডিভাইস সংযোজনের মাধ্যমে তাদের কর্মকান্ড পরিচালনা করছে। তথ্যপ্রযুক্তির বিকাশ অনেক কাজকে সহজ করে দিয়েছে।
ডিএমপি নিউজ পোর্টাল
এ বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ডিএমপি নিউজ পোর্টাল এর যাত্রা শুরু হয়। এতে পুলিশের যাবতীয় সংবাদ ছাড়াও জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন ও অর্থনীতিসহ বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ করা হয়। পুলিশের ভাবমূর্তি উন্নয়নে ও আত্মবিশ্বাস সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রাখছে এ নিউজ পোর্টাল। এর মাধ্যমে নগরবাসী দৈনন্দিন প্রয়োজনীয় আইনসমূহ সম্পর্কে অবগত হতে পারছেন। পোর্টালটির ঠিকানা: www.dmpnews.org
ডিএমপি ফেসবুক
আধুনিক প্রযুক্তিমনস্ক ও সচেতন নাগরিকদের তথ্যসেবা প্রদানে ব্রতী ডিএমপি সামাজিক যোগাযোগের মাধ্যমেও সেবা প্রদান করে যাচ্ছে। জনসাধারণকে পুলিশি কার্যক্রমে অধিকতর সম্পৃক্ত করার লক্ষ্যে ডিএমপি ফেসবুক পেজ চালু করা হয়েছে এবং এর মাধ্যমে বিভিন্ন সমস্যায় আইনানুগ পরামর্শ ও সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করা সম্ভব হচ্ছে। এর মাধ্যমে পুলিশিং কর্মকান্ডের সাফল্য তুলে ধরা হয়, ফলে পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাচ্ছে। ফেসবুকে ডিএমপি পেজের ঠিকানা: www.facebook.com/dmp.dhaka
ডিএমপি ব্লগ
পুলিশিং কার্যক্রমের ওপর সচেতনতামূলক নিবন্ধ/মতামত প্রকাশের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার প্রয়াস অব্যাহত আছে। জনগণের মতামত ও পরামর্শ গ্রহণের মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহণ করে নাগরিক চাহিদার বাস্তবায়ন সম্ভব হচ্ছে। এজন্য রয়েছে ডিএমপি’র ব্লগ: www.blog.dmp.dhaka