সিসিনিউজ: প্রবল ঝড়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়েছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও শাহ আলী নামের দুটি বড় ফেরি।
বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের ফেরিটিকে উদ্ধার করা হয়েছে বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে। অন্য ফেরিটি উদ্ধারে কাজ চালাচ্ছে উদ্ধারকারী জাহাজ আইটি-৩৮৯।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও শাহ আলী যাত্রী ও যানবাহন নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে রওনা হয়। নদীতে প্রবল ঝড় উঠলে ফেরি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়া প্রান্তের একটি চরের মধ্যে আটকে যায়। খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ দুই ঘণ্টা চেষ্টার পর বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরকে উদ্ধার করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্য ফেরিটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।