• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন |

দেশসেরা নায়িকা হবো: দীঘি

Dighiবিনোদন ডেস্ক: দোয়েল-সুব্রত দম্পতির আদুরে কন্যাসন্তান দীঘিকে যারা চেনেন তারা কি পাশের ছবির দীঘিকে চিনতে পারছেন। হ্যাঁ দীর্ঘ বিরতির পর আবারও ফিরছেন তিনি।

প্রথমে গ্রামীণফোনের মডেলিং, এরপর চলচ্চিত্রে শাকিবের সাথে অভিনয়। বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও মা মারা যাওয়ার পর ধীরে ধীরে আড়াল হয়ে যান দীঘি। এখন আর সেই ছোট্টটি নেই। কৈশোরে পা রাখা দীঘি আবার দর্শকের সামনে ফিরছেন। পিএ কাজলের পরিচালনায় ‘অশিক্ষিত ছেলে’ ছবিতে অভিনয় করবেন তিনি। এতে শাকিব খানের বন্ধুর চরিত্রে দেখা যাবে তাকে।

এই বিরতি নিয়ে এবারে চলচ্চিত্রে অভিষেক প্রসঙ্গে তাই দীঘি বলেন, ‘আমার মা খুব করে বলতেন আমি একদিন অনেক বড় নায়িকা হবো। এখন সেই যাত্রাই আমি শুরু করতে চাই। ছোটবেলার দীঘি একরকম, এখনকার দীঘি একেবারেই ভিন্ন। তাই দেশের সেরা নায়িকা হওয়ার জন্যই লড়ব। আমি নিজেকে সেভাবেই প্রস্তুত করছি।’ জানা গেছে, আগামী কোরবানির ঈদের পর দীঘি অভিনীত ছবিটির চিত্রায়ণ হবে ঢাকা, বান্দরবান, সিলেটে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ