ঢাকা: আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে রাজধানীর মেরুল বাড্ডায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জাহিদ হোসেন নামে (২২) এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে মেরুল বাড্ডা পোস্ট অফিস গলির সাহাবউদ্দিন মোড়ে এ ঘটনা ঘটে।
তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রাজধানীতে শুধু আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে গত কয়েকদিনে এ নিয়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।
রবিবার রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচায় আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়ে মোহাম্মদ সজল (২৪) নামের এক ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
তার আগে নগরীর কল্যাণপুরে ছাদে আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেকজন ফুটবল প্রেমী মারা যান।
এছাড়া ব্রাজিলের পতাকা লাগাতে গিয়ে বুধবার নোয়াখালীতে একজন মারা গেছেন। তিনিও বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যান।