খেলাধুলা ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা পরেই পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের। বিশ্বের সবচেয়ে জমকালো খেলার আসর ফিফা বিশ্বকাপ উপলে আকর্ষণীয় ডুডল তৈরি করেছে সার্চ ইঞ্জিন গুগল।
বিশেষ দিবস বা ঐতিহাসিক দিনকে স্মরণ গুগল তাদের লোগো পরিবর্তন করে থাকে। এটা গুগল ডুডল নামে পরিচিত।
বর্ণিল এ ডুডলে ওঠে এসেছে বিশ্বকাপের ফেবার। এর ব্যাকগ্রাউন্ডে ব্রাজিলের ছোট্ট প্রতিচ্ছবি। জি থেকে ই পর্যন্ত প্রতিটি বর্ণ যেনো এক একটি খেলোয়াড়। তাদের সামনে ফুটবল।