আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখলের পর এবার তিকরিত শহর দখল করলো সরকার বিরোধী সুন্নি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য ল্যাভেন্টের (আইএসআইএল) যোদ্ধারা। বুধবার বিকেলে কয়েক হাজার বিদ্রোহী একযোগে চার দিক থেকে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীকে হটিয়ে রাজধানী বাগদাদের ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলের শহরটি দখলে নেয়। শহরটি সাবেক প্রেসিন্টে সাদ্দাম হোসেনের জন্মভুমি। ফলে মাত্র দুদিনের মাথায় দ্বিতীয় প্রাদেশিক রাজধানীর পতন ঘটলো।
সালেহউদ্দিন প্রদেশের এ শহরটির সরকারি ভবন, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা দখলের সঙ্গে সঙ্গে স্থানীয় কারাগারগুলো থেকে কয়েক হাজার কয়েদিকে মুক্ত করে নিয়েছে জঙ্গিরা। একজন পুলিশ কর্মকর্তা জানান, পুরো তিকরিত এখন জঙ্গিদের দখলে। নিরাপত্তা বাহিনী শহরটি ছেড়ে পালাচ্ছে। উত্তরাঞ্চলীয় মসুল শহর দখলের পর তুরস্কের কনস্যুলেটে হামলা চালিয়ে কনসাল জেনারেলসহ ৫০ জনকে আটক করেছে জঙ্গিরা। এদের কনসাল জেনারেল ছাড়াও তিনজন শিশু ও তুর্কির বিশেষ বাহিনীর বেশ ক’জন সদস্য রয়েছেন।
বুধবার পাশ্ববর্তী বেইজি তেল শোধনাগারও বন্ধ করে দিয়েছে আল কায়েদা সংশ্লিষ্ট এই সুন্নি বিদ্রোহীরা। নিরাপত্তা কর্মীরা জানান, জঙ্গিরা বেইজি শহরে ঢুকে জেলখানা ভেঙে কায়েদীদের বের করে আনে এবং থানায় ব্যাপক ভাংচুর চালায়। বেইজি তেল শোধনাগারের নিরাপত্তার দায়িত্বে থাকা ২৫০ জন সদস্যকে নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগও দেয় তারা।
সুন্নি বিদ্রোহীদের হুঁশিয়ার করে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হুসায়ের জেবারি বলেন, তাদের কৃতকর্মের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা নেয়ার সময় এসেছে। জঙ্গিদের মোকাবেলা করতে ইরাকের বিভিন্ন স্তরের নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মসুল থেকে বিদ্রোহীদের তাড়াতে পাশের স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বেইজির স্থানীয় পুলিশ ও সেনারা যাতে বিদ্রোহীদের প্রতিরোধের চেষ্টা না করে স্থানীয় সিনিয়র উপজাতীয় নেতাদেরকে সে ব্যবস্থা কারতে বলেছে বিদ্রোহীরা।
বেইজি তেল শোধনাগার
বেইজি তেল শোধনাগার থেকে প্রতিদিন তিন লাখ ব্যারেল তেল উৎপাদন ও সরবরাহ করা হয়। বাগদাদসহ ইরাকের অভ্যন্তরীণ তেলের বড় সরবরাহও হয় বেইজি থেকে। শোধনাগারের এক শ্রমিক বলেন, সকালে কাজ করার জন্য সেখানে ঢুকতে পারেননি তারা। বিকালের দফায় কাজ করা যাবে কিনা সে সম্পর্কেও কোনো সিদ্ধান্ত হয়নি।
সপ্তাহব্যাপী যুদ্ধের পর সোমবার রাতে ইরাকের নিনভাহ প্রদেশের রাজধানী মসুলের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। তাদের উপস্থিতির পর সেখান থেকে পুলিশ ও সেনা সদস্যরা তাদের পোশাক ছেড়ে পালিয়ে গেছে। মসুল দখলের পর পাশের বেইজি শহরের দিকে এগিয়ে আসে বিদ্রোহীরা। শহরটি সুন্নি প্রভাবাধীন এবং ঐতিহাসিকভাবেও সম্প্রদায়টির কাছে এর গুরুত্ব রয়েছে। ওই অঞ্চলকে ঘিরে সুন্নি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা।
সুন্নি মতাদর্শের অনুসারি হলেও উত্তর ইরাক ও পাশের দেশ সিরিয়ায় অন্যান্য কয়েকটি সুন্নি যোদ্ধা গোষ্ঠীর সঙ্গেও দ্বন্দ্ব রয়েছে আল কায়েদার মিত্র আইএসআইএলের। তবে গত একবছর ধরে ওই আঞ্চলে একের পর এক শহরের দখল নিচ্ছে তারা। উত্তর ইরাকে সুন্নি মুসলিমদের নেতৃত্বে নতুন খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে আইএসআইএল বিদ্রোহীরা। সে কারণে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির পর থেকে শিয়া শাসক নূরি আল মালিকির প্রশাসনের কাছে কার্যত কোণঠাসা হতে থাকা সুন্নি মুসলিমদের সমর্থনও পাচ্ছে তারা।
মসুল ও এর আশপাশের শহরে অন্তত ২০ লাখ মানুষের বসবাস। বুধবার অভিবাসন বিষয়ক সংস্থা দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের পক্ষ থেকে বলা হয় বিদ্রোহীদের দখলে যাওয়ার পর পাঁচ লাখ মানুষ ওই অঞ্চল ছেড়ে পালিয়েছে। গত এক বছরে ফালুজা ও মরু অঞ্চল রামাদির দখল নিয়েছে আইএসআইএল। তবে নতুন করে মসুল শহরের দখল নেয়ার পর তা বাগদাদ প্রশাসনের ওপর বড় ধরনের ধাক্কা বলে মনে করা হচ্ছে।