সিসিনিউজ: ভারতের উত্তর প্রদেশে এবার খোদ পুলিশের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছেন ৩৫ বছরের এক নারী। সোমবার রাতে সুমেরপুর থানায় ওই নারীকে ধর্ষণ করে এক পুলিশ। বাকি তিন পুলিশ ওই নারীকে উদ্ধারের কোনো চেষ্টাই করেনি-বরং তামসা দেখছিল। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে এনডিটিভি।
আটক স্বামীকে ছাড়িয়ে আনতে সোমবার রাতে সুমেরপুর থানায় যান ওই নারী। কয়েক দিন আগে অস্ত্র মামলায় তার স্বামীকে আটক করেছিল সুমেরপুর থানার পুলিশ। আটক স্বামীকে মুক্তি দেয়ার বিনিময়ে ঘুষ দাবি করে পুলিশ।ওই নারী ঘুষ দিতে অস্বীকার করলে রাহুল পাণ্ডে নামের এক পুলিশ তাকে উপর্যুপরি ধর্ষণ করে। থানার কর্তব্যরত বাকি তিন কনস্টেবল ঘটনাটি প্রত্যক্ষ করলেও অপরাধীকে বাধা দেয়ার বিন্দু মাত্র চেষ্টা করেনি বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাহুল পাণ্ডেকে গ্রেপ্তার এবং বাকি তিনজনকে বরখাস্ত করা হয়েছে।
সম্প্রতি একাধিক ধর্ষণ ও খুনসহ আইন পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় চাপের মুখে পড়েছে উত্তর প্রদেশের রাজ্য সরকার। বিশেষ করে বাদায়ুনে দলিত শ্রেণীর দুই কিশোরীর গণধর্ষণ ও হত্যার ঘটনাটি স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যপক প্রচার পেয়েছিল। পুলিশের সহযোগিতা তাদেরকে ধর্ষণের পর গাছে ঝুলিয়ে হত্যা করা হয়। আলোচিত এই জোড়া খুন ও ধর্ষণের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে আখিলেশ যাদব সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার রাজ্যের ৩৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।