• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

শিশু পর্নোগ্রাফি: শিশু সাহিত্যিক টিপু কিবরিয়া গ্রেপ্তার

Tipu kibriyaসিসিনিউজ: আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত সন্দেহে শিশু সাহিত্যিক টিপু কিবরিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারপোলের তথ্যের ওপর ভিত্তি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল বুধবার এবং আজ বৃহষ্পতিবার দুই দিন অভিযান চালিয়ে রাজধানীর মুগদা ও খিলগাঁও থেকে তাদের গ্রেপ্তার করে।
অভিযানে টিপুর স্টুডিও থেকে এক ছেলে পথশিশুকেও উদ্ধার করা হয়। বৃহষ্পতিবার বিকেল চারটায় রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান জানান,  ইন্টারপোল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সিআইডি এই অভিযান চালায়।
তিনি জানান, ২০০৫ সালে বাংলাদেশের শিশু পর্নোগ্রাফি বিদেশে পাচার হয় বলে ইন্টারপোলের কাছে অভিযোগ যায়। তারা দীর্ঘদিন ধরে অভিযোগটির বিষয়ে নজরদারি করে টিপুর চেহারা শনাক্ত করে। ২০১৪ সালে ইন্টারপোল নিশ্চিত হয়, এটি টিপু কিবরিয়া।
পুলিশ জানায় মুগদায় একটি স্টুডিওতে দীর্ঘদিন ধরে শিশু পর্নোগ্রাফির কাজ করতেন টিপু কিবরিয়া। গত এক সপ্তাহ আগে ইন্টারপোল বিষয়টি সিআইডিকে জানায়। এর ভিত্তিতে সিআইডি প্রথমে খিলগাঁও থেকে টিপু কিবরিয়াকে আটক করে। পরে তাঁকে নিয়ে তারর স্টুডিওতে গিয়ে পুলিশ নুরুল ইসলাম ও শাহারুল নামের অপর দুই সহযোগিকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, টিপু কিবরিয়া পর্ণোগ্রাফির সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। জার্মানি, যুক্তরাজ্য, সৌদি আরব, অস্ট্রেলিয়ায় এগুলো বিক্রি করা হতো। এক জার্মান ও এক সৌদি নাগরিকের সঙ্গে তার আর্থিক লেনদেনের প্রমাণও পেয়েছে পুলিশ। টিপুর হয়ে তার আর্থিক লেনদেনগুলো দেখতেন শাহরুল।
শিশু সাহিত্যিক টিপু কিবরিয়ার মুল নাম ফখরুজ্জামান। তিনি দীর্ঘদিন ঢাকায় ‘রহস্য’ নামের একটি মাসিক প্রকাশনায় কাজ করতেন। পেশায় তিনি একজন ফ্রিল্যান্স আলোকচিত্রী। বাজারে তার ৫০টিরও ওপর বই রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ