নীলফামারী প্রতিনিধি: বাল্য বিবাহ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীতে মানববন্ধন করেছে জাতীয় মহিলা সংস্থা। বৃহস্পতিবার দুপুরে শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্তর চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন নারী সংগঠন অংশগ্রহণ করে কর্মসুচীতে একাত্মতা প্রকাশ করে।
জেলা প্রশাসনের সহযোগীতায় মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার সহ সভাপতি হাসিনা আহমেদ।
বক্তব্য রাখেন জেলা মহিলা আ’লীগের সহ সভাপতি তাসকিনা রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীমা রহমান, নারী নেত্রী তাহেরা বেগম রুবি ও জাহানারা জলি প্রমুখ।
“কুড়িতে বুড়ি নয়, ২০এর আগে বিয়ে নয়, বাল্য বিয়ে বন্ধ করুন, যৌতুক মুক্ত সমাজ গড়–ন” সহ নানা শ্লোগানে বিভিন্ন বয়সী নারীরা অংশ গ্রহণ করেন মানববন্ধন কর্মসুচীতে।