সিসিনিউজ: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরাধীন বেসরকারি শিাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল, কলেজ ও মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের মে-’১৪ মাসের বেতনভাতাদির সরকারি অংশের চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক , জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের সংশ্লিষ্ট শাখায় হস্তান্তর করা হয়েছে। আগামী ১৯ জুন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে শিক্ষক-কর্মচারীরা তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে মে-’১৪ মাসের বেতনভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। এ ছাড়া এপ্রিল-’১৪ মাসের বেতনভাতার এমপিও কপি সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে যে সব প্রতিষ্ঠান বেতনভাতাদি উত্তোলন করতে পারেনি, সে সব প্রতিষ্ঠান বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবে।