খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পেনাল্টি উপহার দিয়ে আয়োজকেরা ব্রাজিলকে জিতিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন ক্রোয়েশিয়ার খেলোয়াড় লাভরেন।
খেলার ৭১ মিনিটে লাভরেনের সামান্য ছোঁয়া ব্রাজিলের স্ট্রাইকার ফ্রেড পড়ে গেলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। তা থেকে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন নেইমার। এই গোলের সুবাদে ব্রাজিল ২-১ গোলে এগিয়ে যায়। শেষ পর্যন্ত তারা জয়ী হয় ৩-১ গোলে।
ম্যাচের পর লাভরেন বলেন, রেফারির সিদ্ধান্তটি ছিল ‘ভয়াবহ লজ্জা’। তিনি বলেন, বিষয়টা যদি এমনই হবে, তবে আমরা এমনিতেই বিশ্বকাপ ব্রাজিলকে ছেড়ে দিতাম।
তিনি বলেন, অবশ্যই আমি ক্রুদ্ধ। আমি এখন কাঁদতে চাই। কিন্তু আপনি আর কী করতে পারেন? আপনি খেলাটি দেখলে সবই বুঝতে পারবেন। তাই আমার ব্যাখ্যা দেয়ার প্রয়োজন নেই।
ক্রোয়েশিয়ার কোচ নাইকো কোভাচও রেফারির পেনাল্টি দেয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন, এটা রেফারির ভুল সিদ্ধান্ত ছিল। আমি মনে করি, পুরো বিশ্ব এটাকে ভুল সিদ্ধান্ত হিসেবে দেখেছে।