সিসিনিউজ: আলোকচিত্র সাংবাদিক জহিরুল হক আরে নেই। আজ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মরহুমের মরদেহ কাল (রোববার) সকালে ঢাকা আনা হবে।
গত ৫ জুন জহিরুল হককে দিল্লির এইচবিএস ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স হসপিটালে ভর্তি করা হয়েছিল। গত ১২ জুন থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্ট ছিলেন।
জহিরুল হক দীর্ঘদিন ধরে জন্ডিসে ভুগছিলেন। দিল্লি পাঠানোর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
জহিরুল কলকাতার আজকাল পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। পাকিস্তান আমলে তিনি দীর্ঘদিন দৈনিক আজাদ পত্রিকায় কাজ করেন। তিনি বাংলার বাণী, জনকণ্ঠ ও বাংলাদেশ টাইমসেও কাজ করেন।
তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসকাব, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বেই বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন গঠিত হয়। এই সংগঠনের সভাপতির পদে একাধিকবার ছিলেন তিনি।