• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ অপরাহ্ন |

পার্বতীপুর হ্যাচারীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

PARBATIPUR PICপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে বানিজ্য মন্ত্রনালয়ের বাংলাদেশ ইকোনমিক গ্রথ প্রোগ্রাম প্রকল্পের উদ্যোগে নিরাপদ মৎস্য উৎপাদন, ঝুকি বিশ্লেষন ও ব্যবস্থাপনা শীর্ষক দিন ব্যপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়।
শুক্রবার পার্বতীপুর মৎস্য হ্যাচারী প্রশিক্ষন ভবনে বানিজ্য মন্ত্রনালয়ের “বাংলাদেশ ইকোনমিক গ্রথ প্রোগ্রাম” প্রকল্পের উদ্যোগে “নিরাপদ মৎস্য উৎপাদন, ঝুকি বিশ্লেষন ও ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন জাতীয় প্রকল্প পরিচালক ও বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সটিব ড: মোঃ গোলাম ইয়াহিয়া।
মাকসুদুর রহমানের সভাপতিত্ব স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা হাসান ফেরদৌস সরকার, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মৎসা কর্মকর্তা গোলাম রব্বানী ও সিরাজগঞ্জ জেলা মৎসা কর্মকর্তা হরেন্দ্র নাথ রায়। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, হ্যচারী টেকনিশিয়ান এবং নার্সারী অপারেটররা এতে অংশ গ্রহন করেন। নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্যের উৎপাদন ও বিপনন সম্পর্কে প্রশিনে ব্যাপক আলোচনা হয়। দিন ব্যপি এক প্রশিক্ষণ কর্মশালা সঞ্চলনা করেন পার্বতীপুরের উত্তর-পশ্চিম মৎস্য সম্প্রসানর প্রকল্পের খামার ব্যবস্থপক ইসহাক আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ