• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৩৭ পূর্বাহ্ন |

স্থানীয় গডফাদাররাই ঘটিয়েছে কালশীর ঘটনা : প্রধান

Shofiul20140615142118ঢাকা: মিরপুরের কালশীতে বিহারি ক্যাম্পে নির্মম অগ্নিকাণ্ড ও হত্যা স্থানীয় গডফাদাররাই ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান।

রোববার দুপুরে জাতীয় প্রেক্লাবের সামনে ঢাকা মহানগর জাগপা আয়োজিত মিরপুরের কালশী বিহারি ক্যাম্পে অগ্নিকাণ্ড ও হত্যার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সেখানকার গডফাদাররা একজন এমপির নেতৃত্বে আগুন দিয়ে নির্মমভাবে হত্যা করেছে বিহারি ক্যাম্পের নিরীহ মানুষগুলোকে। ওখানে র্যাবব ও পুলিশ ছিল। কিন্তু পরিস্থিতি শান্ত করতে তারা কেন আগায়নি আমি তা বুঝতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘হিন্দু, পাহাড়ি, বিহারি কর্তৃক বাংলা স্বাধীন হয়েছে। তাদের উপর জুলুমের জন্য দেশ স্বাধীন হয়নি। আর একফোঁটা রক্ত ঝরতে দিবনা। আর একফোঁটা রক্ত ঝরলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

বক্তব্যের এক পর্যায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করে প্রধান বলেন, ‘পানি নিয়ে আলোচনা পরে হবে, আগে আটক নূর হোসেনকে বাংলাদেশে ফেরত দিন। যদি নূর হোসেনকে ফেরত না দেন সুষমা (ভারতের পররাষ্ট্রমন্ত্রী)। তাহলে আপনি যখন আমাদের দেশে আসবেন তখন আপনার বিরুদ্ধে জাগপা কালো পতাকা মিছিল করবে।’

বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জাগপা ঢাকা মহানগর সভাপতি আসাদুর রহমান খান, সাধারণ সম্পাদক লুতফর রহমান, সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ