বরিশাল : বিপুল ভোটের ব্যবধানে বরিশাল-৫ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জেবুন্নেছা আফরোজ হিরন।
রোববার রাত ৮টায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং অফিসার মো. শহীদুল আলম জানান, ১৫৯টি কেন্দ্রের সব কটিতেই বেশি ভোট পেয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জেবুন্নেছা আফরোজ হিরন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৮৪৫টি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনএফের টেলিভিশন প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম লিটন পেয়েছেন ৬ হাজার ১৩৬ ভোট।