ঢাকা: রাজধানীতে ইংরেজি বা মিশ্র ভাষার সাইনবোর্ড/বিলবোর্ডের তালিকার তৈরির কাজ চলছে। খুব শিগগিরই সিটি করপোরেশন এ ধরনের বিজ্ঞাপন উচ্ছেদ কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রী আশরাফুল ইসলাম।
সোমবার জাতীয় সংসদে দ্বিতীয় বাজেট অধিবেশনে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘দেশের সব সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বরপ্লেট এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধে ব্যবস্থা নিতে মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম স্থানীয় সরকার বিভাগকে অবহিত করার জন্য ইতিমধ্যে সব জেলা প্রশাসক, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভাকে নির্দেশনা দেয়া হয়েছে।’
তিনি জানান, সিটি করপোরেশনকে আদালতের আদেশ বাস্তাবায়নে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে এবং নিয়মিত সরেজমিনে পরিদর্শন ও তদারকি কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরো জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিদ্যমান সব সাইবোর্ড/ বিলবোর্ড ইত্যাদি থেকে ইংরেজি বিজ্ঞাপন তিন দিনের মধ্যে সরিয়ে নেয়ার ও ভবিষ্যতে মিশ্র ভাষার বিজ্ঞাপন না লাগানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়ে গত ৯ জুন দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এছাড়া সরিজমিনে পরিদর্শনপূর্বক যেসব সাইনবোর্ড/বিলবোর্ডে ইংরেজি বা মিশ্র ভাষার বিজ্ঞাপন রয়েছে সেগুলোর তালিকা তৈরির কাজ চলছে। খুব শিগগিরই করপোরেশন কর্তৃপক্ষ এ ধরনের বিজ্ঞাপন উচ্ছেদ কার্যক্রম শুরু করবে। সূত্র: বাংলামেইল