ঢাকা: আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে বাংলাদেশের পাঁচটি প্রকল্পে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) কম সুদে ঋণ সহায়তা দেবে। এ ঋণের পরিমাণ হচ্ছে ৯ হাজার ১৯৬ কোটি টাকার। ঋণের সুদের হার হবে ০.১ শতাংশ।
সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে জাইকা এবং বাংলাদেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। উৎপাদিত বিদ্যুৎ ২০২২ সালে জাতীয় গ্রীডে যুক্ত হবে। এর সঙ্গে কয়লা আমদানির জন্য জেটি নির্মাণ, সঞ্চালন লাইন ও সেতুসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে।
ঋণ চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মেজবাহ উদ্দিন এবং জাইকার পক্ষে সংস্থাটির প্রধান প্রতিনিধি মিকিও হাতায়েদা। এ সময় উপস্থিত ছিলেন জাইকা চেয়ারম্যান আকিহিকো তানাকা।
আরো উপস্থিত ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিরোইকি মিনামিসহ সরকারের ও জাইকার কর্মকর্তাবৃন্দ।
ওডিএ হচ্ছে জাইকার বৈদেশিক উন্নয়ন সহায়তার সবচেয়ে বড় ঋণ প্রকল্প। ওডিএ প্রকল্প থেকে জাপান বাংলাদেশের পাঁচটি প্রকল্পের জন্য এ ঋণ সহায়তা প্রদান করবে।
ঋণ চুক্তিতে বলা হয়, বাংলাদেশ একটি প্রতিশ্রুতিশীল দেশ। উঠতি জাতি হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে জাপানসহ বিদেশি দেশের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। তবে শহরে অবকাঠামো উন্নয়ন হলেও গ্রামীণ জনপথে সেভাবে উন্নয়ন হয়নি। শহুরে এবং গ্রামীণ উন্নয়নের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। বিশেষ করে বিদ্যুৎ এবং খাদ্যের। এজন্য গ্রামীণ এবং শহরের উন্নয়নের মধ্যে ভারসাম্য আনতে পাঁচটি প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে জাইকা।
প্রকল্পগুলো হচ্ছে- কক্সবাজারের মহেশখালি উপজেলায় ১২০০ মেঘাওয়াটের কয়লাভিত্তিক মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ কেন্দ্র।
প্রাকৃতিক গ্যাস ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি: এ প্রকল্পে ধনুয়া থেকে সিরাজগঞ্জের এলেঙ্গা এবং যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে নলকা পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ। নরসিংদী গ্যাস ফিল্ড ও তিতাস গ্যাস ফিল্ডে কম্প্রেসর নির্মাণ। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামের আবাসিক এলাকায় প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন।
সিটি গর্ভনেন্স সার্ভিস প্রকল্প: দেশের ১১টি সিটি করপোরেশনের মধ্যে নারায়নগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সক্ষমতা বৃদ্ধি করা হবে। বিশেষ করে নাগরিক সুবিধা সহজ এবং দ্রুত গতিতে আনার জন্য কাজ করবে এ প্রকল্প।
কৃষি: কৃষি ও কৃষিজাত পণ্য উৎপাদন উন্নতির জন্য কৃষকদের সহায়তা, প্রান্তিক ও মহিলা কৃষকদের ঋণের ব্যবস্থা, কৃষি পণ্যের বহুমুখীকরণ, ঘরোয়াভাবে প্রস্তুতকৃত প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বৃদ্ধিতে কাজ করবে জাইকা।
এবং হাওর এলাকায় বাধঁ নির্মাণ এবং হাওড় মানুষের জীবন ও জীবিকার মান উন্নয়নের জন্য এ প্রকল্প থেকে অর্থ বরাদ্দ করা হবে।
৪০ বছরের মধ্যে এ ঋণ পরিশোধ করতে হবে। তবে গ্রেস পিরিয়ড থাকবে ১০ বছর। গ্রেস পিরিয়ডেও সুদের হার ঠিক থাকবে বলে ঋণ চুক্তিতে উল্লেখ করা আছে।