বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী ও উপজেলা প্রাণী সম্পদ অফিসের সহযোগিতায় গরুর তড়কা রোগের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৭টায় উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি নয়াপাড়া গ্রামে এ ক্যাম্পেইন করা হয়। এতে উপস্থিত ছিলেন, ব্র্যাক এলাকা ব্যবস্থাপক (দাবী) মো: আবু মোতালেব, সোশ্যাল কমিউনিকেটর মিনহাজুল ইসলাম, সামাজিক ক্ষমতায় কর্মসূচীর উপজেলা ফিল্ড অফিসার মোঃ রফিকুল আলম, নাট্য কর্মী গোবিন্দ রায়, কালিপোদ রায়, পল্লী সমাজের সভাপ্রধান বুলবুলি বেগম, সেক্রেটারী মঞ্জুয়ারা বেগম, উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভি.এফ.এ মাজেদ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ক্যাম্পেইনে পল্লীসমাজ ও টিইউপি সদস্যদের প্রায় শতাধিক গরুকে তড়কা(এ্যানথ্রাক্স) রোগের টিকা প্রদান করা হয়। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আয়োজনে একই স্থানে “অভিশাপ” নামক একটি সচেতনতা মূলক গণনাটক মঞ্চায়ন করা হয়। এসময় গ্রামের প্রায় তিন শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ সচেতনতাকে কেন্দ্রকরে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনটি করা হয়। এছাড়াও উপজেলার বৈরামপুর মন্ডলপাড়া, কা-হাজিপাড়া ও খাগড়াবন্দ মন্ডলপাড়ায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে সচেতনতা মূলক গণনাটক মঞ্চায়িত হয়েছে। এ সচেতনতার ধারাবাহিকতায় বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান থেকে সেবার উৎস নিরুপন ও আদায় করা, স্কুল ঝড়েপড়া ও অনিয়মিত বাচ্চাদের স্কুল মুখী করা, গ্রাম বাংলার বাল্য বিবাহের কুফল ও বাস্তব চিত্র তুলে ধরা হয়।
ব্র্যাক সামাজিক ক্ষমতায় কর্মসূচীর উপজেলা ফিল্ড অফিসার মোঃ রফিকুল আলম বলেন, সচেতনাকে কাজে রুপান্তিরিত করাই ব্র্যাক সামাজিক ক্ষমতায় কর্মসূচীর মূল লক্ষ্য।