একলাছুর রহমান, বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের দক্ষিনাঞ্চলে ফুলবাড়ী কয়লা খনি বিরোধিতার অবশেষে অবসান হল। ফুলবাড়ী ডাক বাংলো চত্বরে কয়লা খনি বাস্তবায়নের দাবীতে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হয়েছে। ফুলবাড়ী বাসীর আয়োজনে “বিরোধিতার দিন শেষ উন্নয়নের পরিবেশ কয়লা সম্পদ ও আমাদের উন্নয়ন ভাবনা” মতবিনিময় সভাটি সমাবেশে রূপ নেয়। সমাবেশ শেষে কয়লা খনি বাস্তবায়নের দাবীতে একটি মিছিল নিয়ে ফুলবাড়ী বাসী শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে। তারা কয়লা খনিটি দ্রুত বাস্তবায়নে জোর দাবী জানান। ফুলবাড়ীবাসী কয়লা খনি ইস্যূতে প্রকাশ্য অবস্থান নেওয়ায় খনি বিরোধী বাম সংগঠনগুলোর নেতৃবৃন্দের মাঝে হতাশা বিরাজ করছে।
১৮ জুন বুধবার সকাল সাড়ে এগারটায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মিজানুর রহমান মিজান, কামরুজ্জামান তুহিন, সেকেন্দার আলী জিন্না, মশিউর রহমান প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বলেন, দেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে তখন দিনাজপুরের দক্ষিণ অঞ্চলের ফুলবাড়ী এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। ফুলবাড়ীর কয়লা খনি বাস্তবায়িত হলে আমাদের এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অনেক শিক্ষিত ও অশিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান হবে। তিনি আরো বলেন, ৫টি উপজেলার অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। জীবন জীবিকা যখন প্রায় অচল তখন আবিস্কৃত হল এই বিশাল কয়লা খনি। ফুলবাড়ী থেকে ৬ কিলোমিটার এলাকা জুড়ে এই কয়লার স্তর রয়েছে। এই কয়লা উত্তোলন করে উত্তরাঞ্চলের মানুষের জন্য কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লা খনিটি আন্ডার গ্রাউন্ড পদ্ধতিতে যেভাবে কয়লা তোলা হচ্ছে, এতে ৮০ভাগ কয়লা মাটির নিচে থেকে যাচ্ছে। ফলে প্রকল্পটি কোনদিন লাভের মুখ দেখবে না। ফুলবাড়ী কয়লা ক্ষেত্রটি দেশের অন্য কোথাও হলে এতদিন এই প্রকল্পটি আলোর মুখ দেখত। ভারত মোট বিদ্যুৎ উৎপাদনের শতকরা ৫০ ভাগ কয়লা ব্যবহার হয়। সেখানে উন্মুক্ত পদ্ধতিতে ও আন্ডারগ্রাউন্ড পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হচ্ছে। সেখানেওতো পরিবেশ বিপর্যয় ও পানি সংকট হওয়ার কথা কিন্তু তা হচ্ছে না।
আনোয়ারুল আরো বলেন,ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত জীবন দিতে হলে তাদের জন্য চাকুরী, ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টি করতে হলে, আমাদের এখনই ঐক্যবদ্ধ হয়ে সরকারের কাছে দাবী জানাতে হবে, ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়ন চাই।
সাবেক পৌর কাউন্সিলর কামরুজ্জামান তুহিন বলেন, ২০০৬ সালে আনু মোহাম্মদ গং আমাদেরকে ভুল বুঝিয়ে রাস্তায় ঠেলে দিয়ে সেই আন্দোলনে আমাদের ৩ জন মারা যায়। তারা কি জীবন দিয়েছে? আনু মোহাম্মদের অনুসারীরা জীবন দেয় নি, তারা এই আন্দোলনকে কাজে লাগিয়ে এশিয়া এনার্জিকে হটিয়ে ভারতীয় কোম্পানীর হাতে এই খনি তুলে দিতে চেয়েছিল। তারা ইতিমধ্যে ভারতীয় টাকায় সেই দেশ সফর করেছেন এবং জার্মানীতেও গিয়েছিলেন ফুলবাড়ীর মানুষকে না জানিয়ে। তারা তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি গঠন করে এখনও মানুষকে ভুল পথে পরিচালনা করছে তাতে লাভ হবে না। আমরা কয়লা খনি চাই তবে ন্যায্য অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। তিনি ফুলবাড়ী কয়লা খনি দ্রুত বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশ ও মিছিলে ফুলবাড়ীর গন্যমান্য ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণী- পেশার মানুষ অংশ নেয়।