সিসিনিউজ: সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের ৩ কোটি ৫৪ লাখ ৯২ হাজার ৫০২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার বিকেলে পরিষদ চত্ত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সরকার ওই বাজেট ঘোষনা করেন।
এ বাজেট ঘোষনা উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা ও পর্যালোচনা সভা। ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সরকারের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার। এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান আজমল হোসেন, এলজিএসপি-২ এর জেলা সমন্বয়কারী আবু হেনা মোস্তফা কামাল, সৈয়দপুর প্রেস ক্লাবের সাঃ সম্পাদক সাকির হোসেন বাদল, ইউপি সদস্য খয়রাত হোসেন ও রোকসানা বেগম ঝর্ণা।