• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

গ্রুপ সমীকরণে ঝুঁকিতে ব্রাজিল

81691_1খেলাধুলা ডেস্ক: গত রাতের ক্যামেরুন-ক্রোয়েশিয়া ম্যাচটি ছিল এ গ্রুপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচে ক্যামেরুনকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ দৌঁড়ে অবস্থান টিকিয়ে রেখেছে ক্রোয়েশিয়া। তেমনি এ ম্যাচে হারের মাধ্যমে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্যামেরুন। থাকছে ব্রাজিল, ক্রোয়েশিয়া আর মেক্সিকো। ক্যামেরুনের এ বিধ্বস্থ বিদায়ে ঝুঁকিতে পড়েছে স্বাগতিক ব্রাজিলও। ‘এ’ গ্রপের কোন দল পরবর্তী রাউন্ডে উঠছে এ নিয়ে নতুন সমীকরণে বসতে হচ্ছে।

‘এ’ গ্রুপের দল স্বাগতিক ব্রাজিল ও মেক্সিকো নিজেদের প্রথম ম্যাচে জয় পায়। সে পর্যন্তই সমীকরণ সহজ ছিল। দ্বিতীয় ম্যাচ থেকেই সমীকরণে জটিলতা দেখা যায়। ব্রাজিল-মেক্সিকোর ওই ম্যাচ গোল শূন্য ড্র হওয়ায় সমীকরণের মারপ্যাঁচে পড়ে যায় গ্রুপ ‘এ’ভুক্ত দলগুলো। সবশেষে ক্রোয়েশিয়ার কাছে ক্যামেরুনের হার এ সমীকরণ আরও জটিলতর করে তুললো। এ মারপ্যাঁচে পড়ে অজানা আশঙ্কায় ভুগতে হচ্ছে স্বাগতিক ব্রাজিলকেও!

ব্রাজিল ও মেক্সিকো যদি তাদের পরবর্তী ম্যাচে জয়লাভ করে তবে ৭ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে উঠবে তারা। আর তাতে কপাল পুড়বে ক্রোয়েশিয়ার। কিন্তু যদি কোনোরকম ব্যত্যয় ঘটে…?

২৩ জুন ক্যামেরুনের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। এ ম্যাচে ব্রাজিল জয়লাভ করলে তারা পরবর্তী রাউন্ডে উঠে যাবে। আর হারলে, ব্রাজিলের ভাগ্য ঝুলে থাকবে মেক্সিকো-ক্রোয়েশিয়া ম্যাচের ওপর।

ওই ম্যাচে ক্রোয়েশিয়া জয়লাভ করলে গোল ব্যবধানের ওপর নির্ভর করবে দ্বিতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে কারা (ব্রাজিল, মেক্সিকো) উঠবে। জয়ী হলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ক্রোয়েশিয়া পরবর্তী রাউন্ডে স্বাভাবিকভাবেই উঠে যাবে।

আর যদি ওই ম্যাচে মেক্সিকো জয়লাভ করে তবে তারা পরবর্তী রাউন্ডে উঠে যাবে। সঙ্গে নিয়ে যাবে ব্রাজিলকে।

ব্রাজিল প্রথম খেলায় ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারায়। আর মেক্সিকো ১-০ গোলে জয়লাভ করে ক্যামেরুনের বিপক্ষে। তবে ব্রাজিল-মেক্সিকো ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় পরবর্তী রাউন্ডে ওঠার জন্য পয়েন্ট হিসাবের ক্ষেত্রে গোলের ব্যবধানটিই তখন সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ