নীলফামারী প্রতিনিধি: “—সাহেব ফাজলামো করবেননা। আপনার হিটলার সম্পর্কে জানা নাই! আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব খারাপ। আমি আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সব দল করেছি। সব দলের উপরের নেতাদের সাথে আমার সম্পর্ক ভালো। এটা নিয়ে বেশী বাড়াবাড়ি করবেননা কিন্তু—-। বাড়াবাড়ি করলে আপনার অবস্থা কিন্তু খুব খারাপ হবে”।
মাত্র তিন মাস আগে কর্মস্থলে যোগ দিয়ে অধনস্ত এক কর্মকর্তাকে এভাবে শাসিয়ে অবশেষে নিজেই ফেঁসে গেলেন সরকারী অর্থ আত্মসাতের অভিযোগে। এরপর অর্থ আত্মসাতের বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফেরৎ দিলেন সে অর্থ।
জানা যায়, মাত্র তিন মাস আগে নীলফামারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগ দেন হিটলারুজ্জামান। যোগদানের পর থেকে ক্ষমতার অপব্যবহার করে ব্যপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। অর্থের বিনিময়ে শিক্ষক বদলী, স্কুল লেভেল ইমপ্রুভম্যান্ট প্রজেক্টের (শ্লিপ) অর্থ, উপবৃত্তি, অফিসের অনুসাঙ্গিক খরচ, কম্পিউটার মেরামত ও সরঞ্জাম ক্রয়সহ অন্যান্য খাতের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর সূত্রের হিসেব মতে, ইফতেদায়ী সমাপনী পরীক্ষার শিক্ষক কর্মচারীদের সম্মানী ভাতার এক লাখ নয় হাজার ৮৩৬ টাকা শিক্ষকদের প্রদান না করে আত্মসাৎ করেছেন। উপজেলায় ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ের নামে স্কুল লেভেল ইমপ্রুভম্যান্ট প্রজেক্টের (শ্লিপ) বরাদ্দ হওয়া প্রতিটি বিদ্যালয়ের ৩০ হাজার টাকা বিতরণের সময় ১৬৭ টি বিদ্যালয়ের কাছে ভ্যাটের নামে চার লাখ ১৮ হাজার টাকা আদায় করে বরাদ্দের সারে চার শতাংশ হিসেবে দুই লাখ ৪৫ হাজার ৭০০ টাকা ভ্যাট জমা করে আত্মসাৎ করেনে এক লাখ ৭২ হাজার টাকা। এছাড়া তিনি নিজ খেয়াল খুশিমত ব্যাংক হিসাব থেকে সরকারী অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেছেন। কোন ধরণের দড়পত্র আহ্বান ছাড়াই প্রাথমি সমাপণী পরীক্ষার খাতাসহ অব্যবহৃত সরঞ্জাম বিক্রী করে অর্জিত অর্থ আত্মসাৎ করেছেন তিনি।
এব্যাপারে ঐ দপ্তরের এক কর্মচারী বলেন, ‘তিনি (হিটলারুজ্জামান) সবসময় ব্যাংক হিসাবের চেকবই নিজের কাছে রাখতেন। তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস আমাদের কারো ছিলোনা। সবসময় কর্মচারীদের শাসাতেন তিনি। তাই তার (শিক্ষা কর্মকর্তা) অন্যত্র বদলীর পর অধনস্ত কর্মকর্তা কর্মচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এসব অনিয়মের অভিযোগ করলে বিষয়গুলো ধরা পড়ে।’
গত ১৮ জুন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামানকে পাওয়া যায়নি। অফিসের অন্যান্য কর্মচারীরা জানিয়েছেন, সম্প্রতি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় তার বদলী হয়েছে এবং নতুন কর্মস্থলে যোগদান করতে তিনি সেখানে গিয়েছেন। তবে যোগদানের জন্য যাওয়ার আগে তিনি কারো কাছে দায়িত্ব হস্তান্তর করে যাননি বলে জানান কর্মচারীরা।
এদিকে তার বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগ উঠলে হিটলারুজ্জামানকে ছাড়পত্র না দিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ জানান অনেকে। ফলে ছাড়পত্র ছাড়াই নতুন কর্মস্থলে যোগদান করতে গেলেও ছাড়পত্র ছাড়া যোগদান করতে না পেরে গত বুধবার ফিরে আসেন নীলফামারীতে।
এ ঘটনা জানার পর সাংবাদিকরা তার দপ্তরে গেলে তাকে পাওয়া যায়নি। কয়েক ঘন্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাঁকে পাওয়া গেলেও সাংবাদিকদের সঙ্গে কথা না বলে উপেজলা চত্ত্বর ত্যাগ করেন তিনি।
এ ব্যাপারে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী বলেন, সংশ্লিষ্ট অফিসের কর্মচারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে সত্যতা পাই। ওই শিক্ষা কর্মকর্তাকে গত সাত দিন ধরে না পেয়ে জানতে পারি তিনি বদলী হয়ে দায়িত্ব বুঝে না দিয়েই মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় যোগদানের জন্য গেছেন। সরকারী অর্থ তছরুপ ও অনিয়মের বিষয়টি সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে ওই কর্মস্থলে যোগদান করতে না পেরে তিনি ১৮ জুন ফিরে আসেন নীলফামারীতে। এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম নিক্সন ও আরিফা সুলতানা লাভলীর উপস্থিতিতে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের কথা স্বীকার করেন শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান। পরে ওই দিন (বুধবার) বিকেলে সোনালী ব্যাংক হিসাবের দুইটি খাতে এক লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা জমা করেন। ভ্যাটের নামে আত্মসাৎ করা এক লাখ ৭২ হাজার ৩০০ টাকা সহ অন্যান্য খাত থেকে আত্মসাৎ করা প্রায় দুই লাখ টাকা ফেরতরে প্রতিশ্রুতি দেন।’ তিনি আরো বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় আমাকে দায়িত্ব নিয়ে টাকা আদায় করতে হচ্ছে।’ তিনি টাকা ফেরৎ দিয়ে নিজেই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করলেন বলে উল্লেখ করেন তিনি।
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা বলেন, ‘গত ১৬ জুন ইউএনও সাহেবের মাধ্যমে অভিযোগের বিষয়টি জানার পর ১৭ জুন সহকারী শিক্ষা কর্মকর্তা ও অফিস ষ্টাফদের আমার অফিসে ডাকি। তাদের সাথে কথা বলে উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর পর আমি উপ-পরিচালককে মৌখিক ভাবে অবগত করি। ২/১ দিনের মধ্যে লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
তিনি আরো বলেন, হিটলারুজ্জামানের বদলীর আদেশের বিষয়টি আমি অনেক পড়ে জেনেছি। ওই আদেশে বলা ছিল তাকে ক্ষমতা হস্তান্তর করে ১৬ জুনের মধ্যে তার বদলী হওয়া কর্মস্থলে যোগদান করতে হবে। কিন্তু আমার জানা মতে তিনি সেটি করেন নাই।