ঢাকা: রাজধানীর মিরপুরের কালশীতে বিহারি ক্যাম্পে আগুন দিয়ে মানুষ হত্যাকারীরা আওয়ামী লীগের দলীয় লোক হওয়া তাদের ধরা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কালশীর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। খালেদা জিয়া এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দলমতের ঊর্ধ্বে উঠে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও শাস্তি দেয়ার দাবিও জানান।এ সময় বিহারি ক্যাম্পে হামলার ঘটনায় যারা নিহতদের পরিবার ও স্বজনদের আর্থিক সহাযতা প্রদান করেন খালেদা জিয়া। এসময় খালেদা জিয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার জন্য ৯ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। এর মধ্যে একই পরিবারের নিহত ৯জনের বাবা ইয়াসিন ইসলামকে দেয়া হয়েছে ২ লাখ টাকা। গুলিবিদ্ধ আজাদের স্ত্রী সুলতানার হাতে ১ লাখ টাকা। এছাড়াও ঘরপোড়া ১০ পরিবার এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত প্রায় ১২ পরিবারের সদস্যদের হাতে ৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেন তিনি।