ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘রাজনৈতিক সমস্যা সমাধানে সরকার যদি এগিয়ে না আসে তাহলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।’
শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলানগরে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের নতুন কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে ৫ শতাংশ ভোট পড়েছে, এটাকে নির্বাচন বলা যায় না। জনগণের আকাঙ্খা আরেকটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। যারা জনগণের আকাঙ্খাকে গুরুত্ব দেয় না তারা গণতান্ত্রিক হতে পারে না। এ সরকার যদি সুষ্ঠু নির্বাচন না দেয় তাহলে তারা গণতান্ত্রিক বলে দাবি করতে পারবে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংলাপ হলেও তারা তত্ত্বাবধায়কের দাবি থেকে সরে আসবে না। তত্ত্বাবধায়ক ছাড়া সুষ্ঠু নির্বাচন হতে পারে না। রাজনৈতিক দলের মধ্যে আস্থার অভাব রয়েছে। তাছাড়া নির্বাচন কমিশন সরকারের নির্দেশে কাজ করছে। এজন্যই তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি।’
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘এ সরকারের আমলে মানুষের জীবন ও জীবিকা কোনোটাই নিরাপদ নয়। চারদিকে শুধু গুম-খুন। আর এসব গুম-খুনের সঙ্গে সরকারের এমপি মন্ত্রী থেকে শুরু করে কর্মীরা পর্যন্ত জড়িত। মানুষ এ সরকারের হাত থেকে মুক্তি চায়।’
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের নতুন সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।