ঢাকা: ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জেল হোসেন মায়ার উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাঝখানে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে শিল্পকলা একাডেমির নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশ দেশ রত্ন পরিষদ আয়োজিত ‘বিএনপি জামায়াতের কূটনৈতিক অপতৎপরতা ও বাংলাদেশের উন্নয়নে অন্তরায়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠানে এ হাতাহাতির ঘটনা ঘটে। এ অনুষ্ঠানে মোফাজ্জেল হোসেন মায়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করার জন্য এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ধানমণ্ডি থানা মহিলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি রাজিয়া মোস্তফা নিজেকে দেশ রত্ন পরিষদের সভাপতি দাবি করে আয়োজক সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাশকে ইডিয়ট বলে গালি দিয়ে চিৎকার করতে থাকেন। পরে ঢাকা মহানগর মহিলা লীগের নেত্রী ফাতেমা জামান সাথী তার উপর চড়াও হন। পরে চড় থাপ্পড় মেরে রাজিয়া মোস্তফাকে আলোচনা সভা থেকে বের করে দেয়া হয় ।
মোফাজ্জেল হোসেন আয়োজক সংগঠনকে স্বাগত জানিয়ে এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানান। আর যারা হাতাহাতির ঘটনায় জড়িত তাদের ষড়যন্ত্রকারি বলে অভিহিত করেন।
মোফাজ্জেল হোসেন মায়া বলেন, ‘দেশে শয়তান ভর করেছে। তাই ঈদের পরে দেশে থেকে শয়তান তাড়ানো হবে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া ঈদের পরে আন্দোলনের হুমকি দিয়েছেন। কিন্তু আন্দোলন করার মতো শক্তি ও সাহস কোনোটাই আপনার নেই। আর আওয়ামী লীগ একটি বটগাছের মতো। এটাকে ঠেলা দিয়ে ফেলানো যাবে না।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘আপনি তো সারা দিন ঘুমান। ৬ জনও আপনাকে টেনে তুলতে পারে না। বিকেল বেলা উঠে একটা মিথ্যা কথা বলে দেন।’
বিএনপি‘র উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপির নেতারা বিভিন্ন সময়ে বলে থাকেন আওয়ামী লীগ থাকবে না। তাদের মনে রাখা উচিত মুসলিম লীগ এখন নেই তেমনি বিএনপিও থাকবে না।’
বাজেট সম্পর্কে মন্ত্রী বলেন, ‘বুদ্ধিজীবীরা রাতে ( টক শো) টেবিলে বড় বড় চায়ের কাপ নিয়ে আড্ডা দেন। আর বাজেটকে বলেন উচ্চ বিলাসী কিন্তু বাজেট ঘোষণার পরে পণ্যের দাম বেড়েছে বলে সাধারণ মানুষ এখনও বলে নাই। আপনারা সেটা চোখে দেখেন না?’
প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে যান, চিন সফরে যান। সেখান থেকে বাংলাদেশের জন্য সাহায্য সহযোগিতা নিয়ে আসেন। সেখানে সে দেশে রাষ্ট্রপ্রধানরা তাকে লাল গালিচার সংবধর্না দেন। বিএনপি‘র নেত্রী বেগম খালেদা জিয়াকে ছালার চটও বিছায়ে দেন না।’
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচনের বিরুদ্ধে হাইকোর্টে ড. কামাল হোসেনের করা রিট নিয়ে তিনি বলেন, ‘ড. কামাল হোসেন দুই বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । তিনি আবার হাইকোর্টে গেছেন। কিন্তু হাইকোর্ট তারগালে একটা দিয়ে দিয়েছে।’
সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মুকুল চৌধুরী, নাট্য অভিনেতা পীযুষ বন্ধ্যোপাধ্যায়, ঢাকা মহানাগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাবান মাহমুদ প্রমুখ।