দিনাজপুর প্রতিনিধি: ভারত থেকে আমদানিকৃত পিঁয়াজের মূল্য প্রতি মেট্রিক টন ১৫০ থেকে থেকে বাড়িয়ে ৩০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি থেকে হিলি কাস্টমসে প্রেরিত এক ফ্যাক্স বার্তায় দাম বৃদ্ধির বিষয়টি জানানো হয়।
ভারতের মূল্য নির্ধারণী সংস্থা ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া (ন্যাফেড) পিঁয়াজের রপ্তানি মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। ভারত অংশের হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট দিবাকর বিশ্বাস মোবাইলে জানান, ভারতের বাজারে ক্রমবর্ধমান পিঁয়াজের মূল্যের উর্ধ্বগতি রুখতে এবং পিঁয়াজ রপ্তানিকে নিরুৎসাহিত করতে মূল্য বাড়িয়েছে ন্যাফেড। বুধবার হিলি বন্দর দিয়ে প্রতি মেট্রিক টন পিঁয়াজ ১৫০ ডলার মূল্যেই বাংলাদেশে রপ্তানি হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে ৩০০ ডলার মূল্যে রপ্তানি হবে বলে জানিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষ।
এদিকে, দিনাজপুরের বাংলাহিলির ব্যবসায়ী গ্যামা জানান, ভারত থেকে আমদানিকৃত প্রতি কেজি পিঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ২৬ টাকা কেজি দামে। আর দেশি জাতের পিঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা ৩৫ টাকা কেজি দামে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক হারুনুর রশিদ জানান, ১৫০ ডলার মূল্যে ভারত থেকে আমদানিকৃত পিঁয়াজের প্রতি কেজির মূল্য পড়ে প্রকারভেদে ১২ টাকা থেকে ১৫ টাকা। সেখানে প্রতি মেট্রিক টন পিঁয়াজের রপ্তানি মূল্য ৩০০ ডলার নির্ধারণ করায় প্রতি কেজির মূল্য পড়বে ২৪ টাকা। ফলে ইতোমধ্যে বাজারে পিঁয়াজের মূল্য প্রতি কেজি ৩ থেকে ৪ টাকা বেড়ে গেছে। এছাড়া আমাদের আমদানি ব্যয়, আরো বেড়ে যাবে যার প্রভাবে পিঁয়াজের মূল্য আরো বাড়বে। তিনি আরো জানান, রমজান উপলক্ষে অনেক আমদানিকারক দেশের বিভিন্ন বন্দর দিয়ে প্রচুর পরিমাণে পিঁয়াজ আমদানি করেছেন। এছাড়া অনেক আমদানিকারকদের আমদানির জন্য এলসি খোলা রয়েছে তবে সেগুলো বর্তমান রেটে সংশোধন করতে হবে।
হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী জানান, পিঁয়াজের আমদানিতে কোনো ডিউটি না থাকায় আমদানিকারকদের পণ্যের ঘোষণা মূল্যেই শুল্কায়ন করা হয়। গত মঙ্গলবার হিলি শুল্ক স্টেশনে প্রতি মেট্রিক টন পিঁয়াজ ১৫০ মার্কিন ডলার মূলেই শুল্কায়ন হয়েছে। তবে ভারত পিঁয়াজের রপ্তানিমূল্য বৃদ্ধি করায় ৩০০ মার্কিন ডলার মূল্যেই শুল্কায়ন করা হবে বরে তিনি জানান।